পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর পল্টন বিএনপি অফিসের পাশে ভিক্টোরি হোটেলের পঞ্চমতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এ পর্যন্ত তিন জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল সন্ধ্যা সাতটার দিকে হোটেলটির পঞ্চম তলায় ওই বিস্ফোরণ ঘটে। রাত ৮টায় ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি লিমা আক্তার জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আমরা দুইটি ইউনিট পাঠিয়েছি। এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। পল্টন থানার ওসি আবু বক্কর সিদ্দিকী জানান, ধারণা করা হচ্ছে ভিক্টোরি হোটেলের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় আমরা এই পর্যন্ত তিন জন আহত হওযার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে আমরা অবস্থান করছি। আহতদের মধ্যে একজন গুরুতর, তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিক্টোরি হোটেলের কর্মকর্তা পাপন জানান, সন্ধ্যায় হঠাৎ করে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কি বিস্ফোরণ হয়েছে; তা জানাতে পারেনি। তবে এ ঘটনায় তিন থেকে চারজন ব্যক্তি আহত হয়েছেন। আহতরা সবাই পথচারী বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।