মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তার দেশের নিরাপত্তা পরিস্থিতি খুবই অস্থিতিশীল ও অনিশ্চিত। সেজন্য যেকোনো হুমকি মোকাবেলায় চীনা সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। মঙ্গলবার সামরিক বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে একটি প্যানেল আলোচনায় প্রেসিডেন্ট শি জিনপিং এসব কথা বলেন। তিনি বলেন, কঠিন ও জটিল পরিস্থিতিতে টিকে থাকা এবং লড়াই করার জন্য পুরো সামরিক বাহিনীকে সক্ষমতা তৈরি ও যুদ্ধপ্রস্তুতি মধ্যে একটি সমন্বয় গড়ে তুলতে হবে।
শি জিনপিং আরো বলেন, দেশের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষা এবং একটি আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এগিয়ে যাওয়ার জন্য সামরিক বাহিনীর পক্ষ থেকে সম্পূর্ণ ও শক্তিশালী সমর্থন দরকার। চীন ও মর্কিন নতুন প্রশাসনের মধ্যে যখন দিন দিন টানাপড়েন বাড়ছে তখন শি জিনপিং এসব কথা বললেন।
এরআগে রোববার চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের উপদেষ্টা ওয়াং ই এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বে অশান্তি ও সংঘাতের উৎস। তাদের দেয়া ভিত্তিহীন অপবাদ চীন সহ্য করবে না এবং নিজেদের স্বার্থ লঙ্ঘিত হতে দেবে না।
এর মাধ্যমে চীন বার্তা দিল যে, তারা প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সংঘাতে যেতে প্রস্তুত যা থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে।
সূত্র: জীনহুয়া
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।