Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্মাণাধীন স্কুল ভবনে ফাটল

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার : | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০২১, ১২:০০ এএম

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের ২৮নং মিটন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিমার্ণাধীন স্কুল ভবনের পূর্ব দিকের বিল্ডিংয়ে ফাটল ধরেছে। এলাকার মানুষ বলেন নিমার্ণাধীন ভবনের ফাটলের কারনে নানা প্রশ্ন তুলে কাজের গুণগত মান নিয়ে। স্থানীয় জন প্রতিনিধিসহ নাম প্রকাশ না করার শর্তে একাধিক মানুষ বলেন ভবনের কাজে দায়িত্বে থাকা কমিটি এবং উপজেলা প্রকৌশলের দায়িত্ব পালনকারীদের বিশেষ কোন কিছুর মাধ্যমে ম্যানেজ করে কাজ করছে কি না তা বোধগম্য নয়। বিধায় ভবনটি পূর্বদিকে একটু হেলে গেছে। নিয়মবহিভ‚ত ভাবে পুকুর ভরাট করে এই ভবনের কাজ চলছে। এলাকার কমল মতি ছাত্র-ছাত্রীদের অভিভাকবৃন্দ আরো বলেন নির্মাণ কাজ শেষ না হতেই বিভিন্ন স্থানে যে ভাবে ফাটল দেখা দিয়েছে, না জানি আরো কাজের গুণগত মান কেমন হতে পারে! সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আগে থেকেই ব্যবস্থা গ্রহণ না করেন, বিদ্যালয় চলাকালীন পূর্ব দিকে ভবনটি এক সময় ভেঙে পড়তে পারে। তার কারণ কাজ চলা অবস্থা যদি ভবন ভেঙে যেতে পারে পরে কি হতে পারে? তবে কাজটি জন প্রকৌশল ওয়াস বøকের বলে জানিয়েছে দ্বিতল ভবনের মূল ঠিকাদার। তিনি আরো বলেন মূল ভবনের কাজ সঠিক হয়েছে বলে ও জানিয়েছেন অপর ঠিকাদার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভবন

২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ