গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর পল্টনের বিজয়নগরে হোটেল একাত্তরের গলিতে হামীম ইলেকট্রনিকস-এর গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাফি আল ফারুক এ তথ্য জানান।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগার সংবাদ পাওয়া গেছে বিষয়টি ইনকিলাবকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সহকারি মিডিয়া কর্মকর্তা মো. আনোয়ার ইসলাম। তিনি বলেন, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ কাজ করছে।
তিনি বলেন, রাজধানীর পল্টন থানার বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে হামিম ইলেকট্রনিক্সের এর গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায় ৬ টা ৪০ মিনিটে। সন্ধ্যা সাড়ে ৬টায় এ খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট পাঠানো হয়। এরপর আরও দুইটা ইউনিট পাঠানো হয়। এরপর বাড়ানো হয় আরও ২টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনতে মোট ১১টি ইউনিট একযোগে কাজ করছে।
ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বিস্তারিত পর্যবেক্ষণ করে পরে জানানো যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।