Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় মাদক মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১১:৩২ এএম

মাগুরায় মাদক মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুরে মাগুরার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন এ রায় দেন।

সাজা পাওয়া ব্যক্তির নাম এমদাদুল হক সোহাগ (৪০)। তিনি মাগুরা শহরের ইসলামপুর পাড়ার মৃত করিম মৌলভীর ছেলে।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে,২০০৯ সালের ৬ ফেব্রুয়ারি মাগুরা শহরের পৌর সুপার মার্কেটের একটি দোকান থেকে ১০৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে মাগুরা থানায় মাদক আইনে মামলা হলে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশীট প্রদান করেন। বিজ্ঞ বিচারক দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে উপরোক্ত রায় প্রদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ