Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে তালিবানদের সামরিক উত্থান ঘটতে পারে

আশরাফ ঘানি ও আব্দুল্লাহকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চিঠি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ মার্চ, ২০২১, ১২:০০ এএম

আফগান সরকারের কাছে যুদ্ধের অবসানসহ চার দফা কৌশল উপস্থাপন করে বাইডেন প্রশাসন একটি শীতল বার্তায় জানিয়েছে, শান্তি চুক্তির অনুপস্থিতিতে তালিবানদের ‘দ্রæত অঞ্চলভিত্তিক উত্থান’ ঘটতে পারে। আফগানিস্তান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং আফগান শান্তি কাউন্সিলের প্রধান ড. আবদুল্লাহ আবদুল্লাহর সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি অ্যান্টনি বিøংকেন এ কৌশল শেয়ার করেছেন। তিনি উভয় নেতার কাছে একটি চিঠি লিখেন যা আফগানিস্তানে মার্কিন রাষ্ট্রদূত জালমে খলিলজাদ তার সা¤প্রতিক সফরে নিয়ে এসেছিলেন। আফগান সংবাদমাধ্যম টোলোনিউজের শেয়ার করা চিঠিতে পরামর্শ দেয়া হয়েছে যে, বাইডেন প্রশাসন শান্তি প্রচেষ্টা ত্বরান্বিত করতে চায়। চিঠিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি বিøংকেন বলেছেন, ‘মার্কিন এবং ন্যাটো সৈন্য প্রত্যাহার করে নেয়া হলে আফগানিস্তান জুড়ে তালিবানের ব্যাপক সামরিক উত্থান ঘটতে পারে।’ এ অজুহাতে তারা এখনই আফগানিস্তান না ছাড়ার প্রস্তাব দিয়েছে। তালিবান এবং ট্রাম্প প্রশাসনের করা এক চুক্তি অনুযায়ী আগামী মাসের শেষ নাগাদ সব মার্কিন সৈন্য আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
৯/১১ হামলার জবাবে ২০০১ সালে আফগানিস্তানে হামলা চালায় আমেরিকা। তখন তালিবানকে উৎখাতের লক্ষ্য নিয়ে তারা হামলা শুরু করে। অবশেষে যুদ্ধের কোনো সমাপ্তি ছাড়া ‘চুক্তি করে’ আফগানিস্তান ছাড়তে রাজি হয় আমেরিকা। ২০২০ সালে চুক্তি স্বাক্ষরিত হলেও চলতি বছরের জানুয়ারিতে বাইডেন প্রশাসন জানায়, তারা সেই চুক্তি ‘রিভিউ’ করবে। ওই চুক্তি অনুযায়ী মে মাসের ১ তারিখের আগে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সব সদস্য আফগানিস্তান ছেড়ে যেতে হবে। এর বিনিময়ে তালিবান আফগানিস্তানে নিরাপত্তার নিশ্চয়তা দেবে। কিন্তু এখন বাইডেন প্রশাসন বলছে, আফগানিস্তান ছাড়ার আগে তারা ‘তালিবানের ওয়াদার বাস্তবায়ন’ দেখতে চায়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চিঠির বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আমেরিকা এখন ৯০ দিনের ‘সংঘর্ষ বন্ধ’ দেখতে চায়। তারা এ শান্তি প্রক্রিয়া জাতিসংঘের তত্ত্বাবধানে পর্যবেক্ষণ করবে।
ওই চুক্তির আওতায় তালিবানের সুরক্ষা নিশ্চিত করতে আফগানিস্তানে থাকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর বাকি ১০ হাজার সেনা আগামী ১ মের মধ্যেই সরিয়ে নেয়ার কথা। হোয়াইট হাউস এখন বলছে, ওই সৈন্যদের সরিয়ে নেয়ার আগে তারা নিশ্চিত হতে চায় যে, আফগান উগ্রবাদী গোষ্ঠী তাদের ‘প্রতিশ্রুতি অনুসারে কাজ করছে’। বিশেষ করে সহিংসতা হ্রাস ও সন্ত্রাসীদের সাথে সম্পর্ক ছিন্ন করার প্রতিশ্রুতি তারা রক্ষা করছে।
যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী ওই চিঠিতে আফগানিস্তানে ৯০ দিনের মধ্যে সহিংসতা কমিয়ে আনার পাশাপাশি জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে একটি নতুন আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন, যেন স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হয়। একইসাথে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি যেন আরো অবনতি না হয়, এ জন্য জরুরি ভিত্তিতে এ পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে সতর্ক করেছেন তিনি। চিঠিতে বলা হয়, জাতিসঙ্ঘ যেন ওই অঞ্চলের পররাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রদূতদের নিয়ে বৈঠকে বসে, এর জন্য সংস্থাটিকে অনুরোধ করা হবে। ওই চিঠিতে বলা হয়েছে, তালিবান ও আফগান সরকারের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজনের ক্ষেত্রে তুরস্ক সম্ভাব্য স্থান হতে পারে।
চিঠিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য ওয়াশিংটনের প্রচেষ্টার কথা তুলে ধরা হয়েছে। বিবিসি সংবাদদাতা জানান, সৈন্য সরিয়ে নেয়ার ফলে গৃহযুদ্ধের আশঙ্কা ও আফগানিস্তানের রাজধানী কাবুলের পতন এড়িয়ে যেতে প্রেসিডেন্ট ঘানি ও তালিবানদের ওপর চাপ বাড়িয়ে দিচ্ছেন বিøংকেন। আফগান সরকার ও তালিবানের মধ্যে শান্তি আলোচনা স্থগিত থাকায় প্রেসিডেন্ট ঘানি গত শনিবার উগ্রবাদি সংগঠনটিকে সহিংসতা ছেড়ে নতুন করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। সূত্র : এএফপি, বিবিসি, দ্য এক্সপ্রেস ট্রিবিউন।



 

Show all comments
  • Md. Muzahidul Islam ৯ মার্চ, ২০২১, ৩:১৮ এএম says : 0
    দুনিয়ার অন্যতম একটা বিশেষ স্থান যেখান থেকে পরাশক্তিদের কঠোর ভাবে নজর দারি করা সহজ সুতরাং এমন জায়গার জন্য সবারই দরদ হবে এটাই স্বাভাবিক
    Total Reply(0) Reply
  • Jahidul Islam ৯ মার্চ, ২০২১, ৩:১৮ এএম says : 0
    অপরাধীরা অচিরেই তার কৃতকর্মের শাস্তি পেয়ে যাবে
    Total Reply(0) Reply
  • Abdur Rahim Belal ৯ মার্চ, ২০২১, ৩:১৯ এএম says : 0
    হামলাগুলো কারা করছে?অবশ্যই তৃতীয় শক্তি জড়িত।আফগানিস্তানে শান্তি ফিরুক তা অনেক রাষ্ট্রই চায় না!
    Total Reply(0) Reply
  • মাসউদ করীম লাবীব ৯ মার্চ, ২০২১, ৩:২০ এএম says : 0
    তালেবান সৃষ্টিই হয়েছে যুদ্ধ করার জন্য ৷ মার্কিন মুলুক সব করতে পারে ৷ কিন্তু এদেরকে এতদিনেও শেষ করতে পারেনা— কেন ? তাহলে কি ভেবে নিব যে সত্যের কোনো ক্ষয় নেই !
    Total Reply(0) Reply
  • GU Reduan ৯ মার্চ, ২০২১, ৩:২০ এএম says : 0
    যুদ্ধ , কবে থামবে?
    Total Reply(0) Reply
  • md mansuru haq ৯ মার্চ, ২০২১, ৪:১০ এএম says : 0
    আমেরিকার দরকার যুদ্ধ জিয়িয়ে রাখা যেন মুসলিম রা শান্তি তে থাকতে না পারে।
    Total Reply(0) Reply
  • AL MAHDI ৯ মার্চ, ২০২১, ৮:০৪ এএম says : 0
    বিবিসি ও তার প্রভুর পতন অচিরেই হবে ইনশাল্লাহ
    Total Reply(0) Reply
  • অপরিচিত ১৬ মার্চ, ২০২১, ১১:০৫ এএম says : 0
    আমেরিকার পতন অতি সন্নিকটে,,,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ