Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্জন রাস্তায় নারীদের টার্গেট করতেন সিরিয়াল রেপিস্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২১, ১২:০১ এএম

নির্জন রাস্তায় একা চলাফেরা করে, এমন নারীরাই ছিলেন তার টার্গেট। এমনই রাস্তার ধারে ওঁৎ পেতে বসে থাকতেন তিনি। তারপর একাকী কোনও নারীকে হাতের নাগালে পেলে তাকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণ করতেন। এমনই বহু ধর্ষণের ঘটনায় জড়িত সেই ‘সিরিয়াল রেপিস্ট’কে সোমবার গ্রেপ্তার করেছে ভারতের যোগিরাজ্য উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেটার নয়ডার ডেপুটি পুলিশ কমিশনার বৃন্দা শুক্ল বলেন, গোপন স‚ত্রে খবর পেয়ে স‚রজপুরে তল্লাশি অভিযান চালায় পুলিশ। তাদের দেখেই পালানোর চেষ্টা করে ওই অভিযুক্ত। পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় সে। পুলিশ পাল্টা গুলি চালালে আহত হয় অভিযুক্ত। তাকে আহতাবস্থায় গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, গত ২৫ ফেব্রæয়ারি স‚রজপুর থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে দেখা যায়, একাধিক ধর্ষণের অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। এসব ঘটনার বেশিরভাগই ২০১৯ সালে ঘটিয়েছে অভিযুক্ত। তখন অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছিল। শুক্ল আরও বলেন, গত ফেব্রæয়ারিতে জামিনে ছাড়া পায় অভিযুক্ত ব্যক্তি। এর কয়েকদিনের মধ্যেই চারটি ধর্ষণের ঘটনা সামনে আসে। এই ঘটনার সঙ্গে আগের ঘটনার মিল খুঁজে পাওয়ার পরই অভিযুক্তকে ধরতে একটি বিশেষ দল গঠন করা হয়। প্রথমে হামিরপুরে অভিযুক্তের বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু সেখানে তাকে পাওয়া যায়নি। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারী

১৫ জানুয়ারি, ২০২৩
২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ