Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের বিভিন্ন কারাগারে জেল খেটে দেশে ফিরলেন ৬ ব্যক্তি

বিয়ানীবাজার (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২১, ১:৩১ পিএম

ভারতের বিভিন্ন কারাগারে দীর্ঘদিন কারাভোগ করার পর ৬ জন বাংলাদেশী নাগরিককে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা শুল্ক স্থল বন্দর স্টেশন দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। সোমবার দুপুর ১২ টায় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিজিবি সূত্র জানায়, বিজিবি-বিএসএফ এর সমন্বয়ের মাধ্যমে আসামের গোয়াহাটি বাংলাদেশ দূতাবাসের প্রত্যক্ষ সহযোগিতা এবং ভারতে আসাম রাজ্যের একান্ত সহযোগিতায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়। বাংলাদেশে প্রবেশের পূর্বে শেওলা আইসিপিতে নিয়োজিত মেডিকেল অফিসার তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। ৬ নাগরিকের শরীরে করোনা উপসর্গ না পাওয়ায় এবং করোনা টেস্ট এর নেগেটিভ রেজাল্ট থাকায় তাদেরকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ প্রদান করে।
আটক মো: সাদ্দার আলী, পিটু মন্ডল, মো: আশরাফুল ইসলাম, মো: বাড্ডু মিয়া, সনজিত চন্দ্র দাশ, মো: হাছান বিশ^াস দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

শেওলা শুল্ক স্থল বন্দর দিয়ে হস্তান্তর কালে বিজিবি-৫২ ব্যাটালিয়নের বড়গ্রাম কোম্পানী কমান্ডার, বিয়ানীবাজার থানা পুলিশসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ