Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

মাদকসহ হাতেনাতে আটক, মাদকসেবীর জেল-জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৩, ৬:৪২ পিএম

বাগেরহাটের ফকিরহাটে মাদক সেবনের অপরাধে মো. রবিউল ইসলাম (৩০) নামের একজন যুবককে ২ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক রাফিজা আক্তার উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া গ্রাম থেকে মো. রবিউল ইসলামকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। রবিউল ইসলাম টাউন নওয়াপাড়া গ্রামের আবু আলী শেখের পুত্র। এরপর আটককৃত রবিউলকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাদণ্ড ও জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার বলেন, জনস্বার্থে মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেল-জরিমানা

৪ নভেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ