Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোজিনার নতুন সিনেমার শুটিং শুরু

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২১, ১২:০২ এএম

চিত্রনায়িকা রোজিনার পরিচালনাধীন নতুন সিনেমার শুটিং শুরু হচ্ছে। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটির নাম ফিরে দেখা। আজ থেকে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামে এর শুটিং শুরু হচ্ছে। রোজিনা জানান, গানের দৃশ্যধারণের মধ্য দিয়ে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে। আমার নিজ গ্রামে সিনেমাটির শুটিং শুরু করেছি। শুরুটা হবে গানের দৃশ্যধারণের মধ্য দিয়ে। প্রথম দিনের শুটিংয়ে অংশ নেবেন নিরব ও ¯পর্শিয়া। প্রথম গানের শুটিং শেষ হলে আমরা দ্বিতীয় গানের শুটিং করার পরিকল্পনা করেছি। দ্বিতীয় গানের শুটিংয়ে আমি ও ইলিয়াস কাঞ্চন ভাই অংশ নেবো। টানা শুটিং করে সিনেমাটির কাজটি শেষ করতে চাই। রোজিনা জানান, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সিনেমাটি নির্মিত হচ্ছে। গল্পে গ্রামের একটি পরিবার ও অভিনেত্রী রোজিনার ব্যক্তিগত স্মৃতিময় ঘটনা নিয়ে গড়ে উঠেছে। এতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন ইলিয়াস কাঞ্চন ও রোজিনা। আর রোজিনার ভাইয়ের চরিত্রে থাকছেন নিরব। তার বিপরীতে দেখা যাবে অর্চিতা ¯পর্শিয়াকে। এতে আরও অভিনয় করবেন বড়দা মিঠু, মারুফসহ অনেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোজিনা

১২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ