Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রকাশিত হচ্ছে ‘সাব-এডিটরস ভয়েস’ : লেখা আহ্বান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪২ পিএম

দীর্ঘ বিরতির পর ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) মুখপত্র সাব-এডিটরস ভয়েস প্রকাশিত হচ্ছে। এজন্য লেখা আহ্বান করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গণমাধ্যমকর্মীদের অন্যতম বৃহৎ এ সংগঠনটি আগামী ২৬ মার্চ বিশেষ স্মরণিকা প্রকাশ করবে। এতে প্রাসঙ্গিক প্রবন্ধ, গল্প, কবিতা, ছড়া, সাক্ষাৎকার, বুক রিভিউ প্রভৃতি ছাপানো হবে।
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের যে কোনো সদস্য ওই স্মরণিকায় লেখা পাঠাতে পারবেন। সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 'বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার ৫০ বছর’ শীর্ষক স্মরণিকায় ছাপানোর জন্য লেখা জমা দিতে হবে ৫ মার্চের মধ্যে। লেখা পাঠাতে হবে সুতনি এমজে ফন্টে। লেখার সঙ্গে প্রাসঙ্গিক ছবিও পাঠানো যাবে। লেখা পাঠাতে হবে [email protected] এই ঠিকানায়। সেই সঙ্গে লেখকের মোবাইল নম্বর ও যোগাযোগের পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে। লেখা সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসার জন্য যোগাযোগ করা যাবে ০১৬৭৪-২৮২২৫৭, ০১৭১১-২৮৮৪২১ এই মোবাইল নম্বরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রকাশিত

১১ ডিসেম্বর, ২০২১
২ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ