Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেপ্টেম্বরে টুইঙ্কল খান্নার তৃতীয় উপন্যাস প্রকাশিত হবে

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৮, ১২:০৪ এএম

‘মিসেস ফানিবোন্স’ এবং ‘দ্য লেজেন্ড অফ লক্ষী প্রসাদ’-এর পর চলচ্চিত্র থেকে কথাশিল্পের জগতে আগত টুইঙ্কল খান্নার তৃতীয় উপন্যাস ‘পায়জামাস আর ফরগিভিং’ প্রকাশিত হবে সেপ্টেম্বরে। ৪৩ বছর বয়সী কলাম লেখিকাটি টুইটারে তার উপন্যাস প্রকাশের সর্বশেষ খবর জানাতে গিয়ে লিখেছেন : “সেপ্টেম্বরে উপন্যাসটি প্রকাশ হবার পর আমি আগামী কয়েক মাস এটি কেমন পাঠক আকর্ষণ করে দেখার জন্য অপেক্ষায় থাকব।” তিনি জানিয়েছেন, অ্যামাজন আর ফ্লিপকার্ট ই-কমার্স সাইটের মাধ্যমে আগ্রহী পাঠকরা বইটির জন্য অগ্রিম অর্ডার দিতে পারবে। স্ত্রীর সাফল্যে অভিনেতা অক্ষয় কুমার টুইট করেছেন : “ও যখন লিখছিল পুরো পরিবারের সদস্যরা খুব সতর্কভাবে তার আশপাশে চলাফেরা করেছে আর এখন যেহেতু উপন্যাসটি প্রকাশিত হচ্ছে আমরা দারুণ আনন্দিত।” ১৯৯৫ সালে ‘বরসাত’ ফিল্মটি দিয়ে অভিনয় দম্পতি রাজেশ খান্না-ডিম্পল কাপাডিয়ার বড় মেয়ে টুইঙ্কল খান্নার বলিউডে অভিষেক হয়েছিল। ২০১০ সালে মুক্তি পাওয়া ‘তিস মার খান’ ফিল্মে তাকে শেষ দেখা গেছে অতিথি ভূমিকায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপন্যাস প্রকাশিত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ