Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

তিন বছর পর প্রকাশিত হয়েছে রিফাতের একক অ্যালবাম

প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : তিন বছর বিরতির পর নতুন একক অ্যালবাম প্রকাশ করেছেন তরুণ উদীয়মান শিল্পী রিফাত। অ্যালবামের নাম ‘চোখের প্রজাপতি’। ১১টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলো লিখেছেন আব্দুল কাদের মুন্না, গিয়াস সানি, সাযযাদ রাফি এবং শিল্পী রিফাত নিজে। সঙ্গীত করেছেন অয়ন চাকলাদার, আমির নেওয়াজ বাবা, রাফি, আভ্রাল সাহির এবং নাসিফ অনি। অ্যালবাম সম্পর্কে রিফাত বলেন, ২০১৫ এর শুরু থেকেই নতুন একক অ্যালবাম নিয়ে কাজ করি। অ্যালবামের সব কটি গান আমার নিজের সুর করা। প্রত্যেকটি গান এর কথা ও সুরের ওপর বেশি গুরুত্ব দিয়েছি। সুর করতে গিয়ে চেষ্টা করেছি ভিন্নতা আনার। সব ধরনের শ্রোতাদের কথা মাথায় রেখে, গানগুলো তৈরি করা হয়েছে। গ্রামীণফোন গ্রাহকরা ‘জিপি মিউজিক’ থেকে গানগুলো শুনতে পাবেন। এই ছাড়াও কিছুদিন এর মধ্যে গানগুলো  শিল্পীর ইউটিউব চ্যানেলও শোনা যাবে। উল্লেখ্য, ২০১৩ সালের শুরুর দিকে রিফাত তার ‘স্বপ্ন আমার’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও এর মাধ্যমে আলোচনায় আসেন। ব্যাপক সারা ফেলেছিল মিউজিক ভিডিওটি। এরপর ২টি মিক্সড অ্যালবামে কাজ করেন। গত মাসের শুরুর দিকে ‘নয়নের পর্দা’ নামে তার নতুন গানের ভিডিও প্রকাশিত হয়। রিফাতের সাথে গানটি গেয়েছেন নওমি। এ ভিডিওটিও অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। যার বর্তমান ইউটিউব ভিউ ৫ লাখ-এর কাছাকাছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিন বছর পর প্রকাশিত হয়েছে রিফাতের একক অ্যালবাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ