Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে প্রকাশিত হলো প্রিন্স মাহমুদের অ্যালবাম খেয়াল পোকা

প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত বছর মাঝামাঝি সময়ে প্রকাশিত হওয়ার কথা ছিল জনপ্রিয় এবং গুণী সুরকার, গীতিকার এবং সঙ্গীতপরিচালক প্রিন্স মাহমুদের সুরে মিক্সড অ্যালবাম ‘খেয়াল পোকা’। বিভিন্ন কারণে অ্যালবামটি তখন প্রকাশিত হয়নি। অবশেষে গত ৩১ জানুয়ারি রাজধানীর একটি রেস্টুরেন্টে মোড়ক উন্মোচন হয়েছে অ্যালবামটির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমার বিশ্বজিৎ, আইয়ুব বাচ্চু, আসিফ ইকবাল, মুন্নি সাহা, অনিমেষ আইচসহ আরও অনেকে। ১ ফেব্রæয়ারি থেকে সারাদেশে পাওয়া যাচ্ছে অ্যালবামটি। অ্যালবামের বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন তাহসান, তপু, কণা, এলিটা, মাহাদি, ইমরান, মিনার প্রমুখ। প্রিন্স মাহমুদ বলেন, এবারই প্রথম ঈদে নয়, ভালোবাসা দিবসে আমার অ্যালবাম প্রকাশিত হচ্ছে। আশা করি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে। উল্লেখ্য, এ পর্যন্ত প্রিন্স মাহমুদের কথা ও সুরে অসংখ্য মিক্সড অ্যালবাম প্রকাশিত হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো- শক্তি, ক্ষমা, শেষ দেখা, এখনো দুচোখে বন্যা, দেয়াল, দাগ, পিয়ানো, দেশে ভালোবাসা নাই, যন্ত্রণা, ইত্যাদি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবশেষে প্রকাশিত হলো প্রিন্স মাহমুদের অ্যালবাম খেয়াল পোকা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ