মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহামারীসৃষ্ট সংকট অনেক দেশের অর্থনীতিকে আরো পিছিয়ে দেবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। টিকা পাওয়ার ক্ষেত্রে সব দেশের সমান সুযোগ না থাকায় বিশ্বের দরিদ্র জনসাধারণের দুর্দশা আরো বাড়বে বলে মনে করছেন প্রতিষ্ঠানটির প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি এ মন্তব্য করেন। এর আগে শুক্রবার ‘জি২০’ সম্মেলনের উদ্দেশে দেয়া এক বার্তায় তিনি দেশগুলোকে করোনা মহামারীতে দুর্গত দেশগুলোর সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। এক ব্লগপোস্টে তিনি বলেন, এজন্য অর্থনৈতিক সহায়তার কোনো বিকল্প নেই। স্বাস্থ্য সংকট দ্রুত লাঘব করতে হবে। এতে ২০২০-২৫ সালের মধ্যেই বৈশ্বিক আয় ৯ ট্রিলিয়ন ডলার বাড়বে। এতে বিশ্বের অন্য দেশগুলোও লাভবান হবে। এজন্য তিনি টিকার জন্য অর্থায়ন বাড়ানো, দরিদ্র দেশগুলোর জন্য টিকা সরবরাহের পরিমাণ পুনর্র্নিধারণ এবং টিকা উৎপাদন বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।