Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

নাসির-তাম্মির লাইভ শেয়ার করে যা লিখলেন সুবাহ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১৮ এএম

ক্রিকেটার নাসিরের বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন বিতর্ক চলছেই। এতদিন এসব নিয়ে চুপ ছিলেন তিনি। অবশেষে বিষয়টি নিয়ে বুধবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন নাসির হোসেন ও তার সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। যেটি বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ দেখানো হয়।

নাসিরের সাবেক প্রেমিকা চিত্রনায়িকা সুবাহ শাহ হুমায়রা এই বিতর্কের সঙ্গে শুরু থেকেই যুক্ত আছেন। সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা তুলে ধরেছেন নাসিরকে নিয়ে। বুধবার নাসির-তামিমার সংবাদ সম্মেলনের লাইভ শেয়ার করে তিনি লেখেন, ‘চরম লজ্জাশীল মহিলা তামিমা খালাম্মা।’ পোস্টের শেষে অট্টহাসির এক ইমো দেন।

এরপর ফেসবুকে তামিমা তাম্মির পাসপোর্ট এবং তালাক নোটিশের ছবি শেয়ার করে সুবাহ লিখেন, ‘কিছু প্রমাণ দিলাম জানিনা ঘটনা আসল কি। যাচাই করুন রাকিব ভাইয়াকে ফাঁসানো হচ্ছে এবং হবে। তামিমার পাসপোর্টে ২০১৮ সালে স্বামীর নাম দেয়া রাকিব হাসান। তাহলে ১৬ সালের তালাক নামা আবার কিসের?’

এদিকে সংবাদ সম্মেলনে নাসির বলেন, ‘তামিমা আমার বন্ধুত্ব ছিল সাড়ে চার বছর, তারপর প্রেম, বিয়ে। আমার মনে হয় আমি বা ও যথেষ্ট পরিণত। আমরা বিয়ে করেছি, সেটা ইসলামিক শরীয়ত সম্মতভাবে সবাইকে জানিয়ে। আমাদের মনে কিছু থাকলে এমনটা করতাম না, আমরা হুট করে বিয়ে করতাম।’

বিয়ের প্রসঙ্গে নাসির আরও বলেন, ‘আমরা সবাইকে জানিয়ে, পুরো মজার সঙ্গে বিয়ে করেছি। আমি সবকিছুই জানি ওর বিয়ে হয়েছে, বাচ্চা আছে, ডিভোর্স হয়েছে। আমরা যা করেছি বৈধভাবে করেছি, অবৈধভাবে কিছু করিনি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাসির

১০ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ