Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাড়া বাড়ছে প্রতি কি.মি. ৫০ পয়সা

বাস রুট রেশনালাইজেশন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ফজলে নূর তাপস বলেছেন, ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ৩০.৫ কিলোমিটার পাইলট রুটে প্রতি কিলোমিটার বাস ভাড়া ২.২০ টাকা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল মঙ্গলবার নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৬তম বৈঠকে অংশ নেওয়ার পর সাংবাদিকদের একথা জানান তাপস।

ডিএসসিসি মেয়র বলেন, ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত নতুন রুটে দুটি কোম্পানির বাস চলবে। এরইমধ্যে বিআরটিএ থেকে এ রুটের ভাড়া প্রতি কিলোমিটার নির্ধারণ করা হয়েছে ২ টাকা ২০ পয়সা। খসড়া এ ভাড়ার প্রস্তাব মন্ত্রণালয় থেকে অনুমোদন লাভ করলে চূড়ান্ত হবে। আগামী এপ্রিলের মধ্যে রুটটিতে বাস চালু করার জন্য সব প্রক্রিয়াগত কাজ শেষ হবে বলে মেয়র আশা করছেন।

ঢাকা মহানগরে বর্তমানে বিআরটিএ নির্ধারিত প্রতি কিলোমিটার বাস ভাড়া ১টাকা ৭০ পয়সা। অর্থাৎ, নতুন প্রস্তাবে ভাড়া প্রতি কিলোমিটার ৫০ পয়সা বাড়ানো হচ্ছে। এ ব্যাপারে মেয়র বলেন, যেহেতু সেবার মানটা আরও উচ্চমানের হবে এবং যাত্রীদের আরামদায়ক সেবা দেবে, সেজন্যই ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ২০ পয়সা হারে প্রস্তাব করা হয়েছে। ঘাটারচর থেকে কাঁচপুর রুটের আওতায় আছে বসিলা, মোহাম্মদপুর, এলিফেন্ট রোড, শাহবাগ, পল্টন ক্রসিং এবং মতিঝিল। একটি বিশেষজ্ঞ কমিটির প্রস্তাব অনুসারে, সরকার ৯টি ক্লাস্টারের ৪২টি রুটে ২২টি পরিবহন কোম্পানিকে চূড়ান্তভাবে নির্বাচন করেছে। তারা নতুন বাস রুট উদ্যোগের আওতায় আসবে। আগামী ১ এপ্রিল থেকে ঘাটারচর-কাঁচপুর রুটে পরীক্ষামূলক বা পাইলট ব্যবস্থা চালু করা হবে। গণ-পরিবহনে শৃঙ্খলা আনতে ২০১৫ সালে প্রথম নতুন বাণিজ্যিক বাস রুট উদ্যোগের পরিকল্পনা শুরু করা হয়। তৎকালীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হক ছিলেন এর মূল প্রস্তাবক। এর আগে গত ১৯ জানুয়ারি বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৫তম সভায় দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছিলেন, সড়কে শৃঙ্খলা ফেরানোর অংশ হিসেবে আগে ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত পাইলট রুট চালুর সিদ্ধান্ত ছিল। সে মোতাবেক কমিটি কার্যক্রম শুরু করার পর সার্বিক বাস্তবতায় দেখা যায় যে, ঘাটারচর থেকে শুধু মতিঝিল পযর্ন্ত রুট নির্ধারণ করা হলে এটি ফলপ্রসূ নাও হতে পারে। এজন্য পাইলট রুটের পরিধি বাড়িয়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত করা হচ্ছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাড়া

১৫ সেপ্টেম্বর, ২০২২
১ সেপ্টেম্বর, ২০২২
১ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ