Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নৌপথে পণ্য পরিবহন ভাড়া ২২ শতাংশ বাড়ানোর ঘোষণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২২, ১২:০৩ এএম

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে দেশের বিভিন্ন গন্তব্যে নৌপথে পণ্য পরিবহন ভাড়া ১৫ থেকে সর্বোচ্চ ২২ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন লাইটার জাহাজ মালিকরা। লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) নির্বাহী পরিষদের এক সভা শেষে গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দেয়া হয়। সংস্থার আহ্বায়ক মো. নুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-বরিশাল ও চাঁদপুর গন্তব্যে আগের ভাড়ার ওপর ২২ শতাংশ যুক্ত হবে। দেশের অন্যান্য গন্তব্যে আগের ভাড়ার ওপর ১৫ শতাংশ যুক্ত হবে। লোকাল গন্তব্যে আপাতত বিবেচনাধীন থাকবে। এক মাস পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেয়া হবে। এ বর্ধিত ভাড়া গত ৬ আগস্ট থেকে কার্যকর হবে। সরকার জ্বালানি তেলের মূল্য কমালে আনুপাতিক হারে সমন্বয়কৃত এই পরিবহন দর হ্রাস করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌপথে পণ্য পরিবহন ভাড়া ২২ শতাংশ বাড়ানোর ঘোষণা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ