Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্যাংগং লেক থেকে সেনা প্রত্যাহার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম


হিমালয়সংলগ্ন লাদাখের বিতর্কিত প্যাংগং লেক এলাকা সৈন্যদের সরিয়ে নিয়েছে ভারত ও চীন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। খবর বিবিসির। এই এলাকাটিতে ভারত ও চীনের সীমান্ত স্পষ্টভাবে চিহ্নিত না হওয়ায় দুদেশের সৈন্যদের মধ্যে উত্তেজনার কারণ। গত বছরের জুন মাসে এক রক্তাক্ত সংঘর্ষে সেখানে ভারত ও চীনের অন্তত ২৪ জন সৈন্য নিহত হয়েছিল। এরপর থেকে প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ তীরে দুপক্ষই বিপুল সংখ্যক সেনা মুখোমুখি অবস্থানে মোতায়েন রেখেছিল। ভারতের লাদাখ ও চীননিয়ন্ত্রিত আকসাই-চীন এলাকায় গত কয়েক মাসে দুই দেশের হাজার হাজার সেনা মোতায়েন হওয়ায় যে কোনো সময় সংঘাত বাধতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছিল। গত ১১ ফেব্রুয়ারি ভারত ও চীন লাদাখের প্যাংগং লেক এলাকা থেকে দুই দেশই তাদের সৈন্যদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়। এর পর থেকে সৈন্য সরিয়ে নেওয়ার কাজ চলছিল। ভারত ও চীনের মধ্যে গত বহু দশক ধরে সীমান্ত নিয়ে উত্তেজনা চলছে এবং ১৯৬২ সালে তাদের মধ্যে যুদ্ধও হয়েছে। দুই দেশের মধ্যে দুই হাজার ১০০ মাইল সীমান্ত রয়েছে, যা বহু স্থানেই সুনির্দিষ্টভাবে চিহ্নিত নয়। দুই দেশই এখন বলছে যে, তারা দুই দেশের দীর্ঘ সীমান্তের অন্য এলাকাগুলোতেও শান্তি বজায় রাখার জন্য কাজ করবে। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ