বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল-ঢাকা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো ৩ দিনের এক নবজাতকের প্রাণ। ওই দুর্ঘটনায় শিশুটির মা-চাচা, নানী সহ আরো ৭ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে সোমবার দুপুরে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় যাত্রীবাহি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও আহতদের সূত্রে জানা গেছে, ঘটনার সময় যাত্রীবাহি বাসটি ফরিদপুর থেকে বরিশালের চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে যাত্রীদের নিয়ে আসছিলো। আর অ্যাম্বুলেন্সটিতে করে শেবাচিম হাসপাতাল থেকে শিশুটিকে নিয়ে স্বজনরা ঢাকায় যাচ্ছিলো। হঠাৎ করে এ দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া এ্যাম্বুলেন্সের যাত্রী শিশুটি নিহত হয়।
স্থানীয়রা জানান, অ্যাম্বুলেন্সটির ভেতরে থাকা ৩ দিনের নবজাতক শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া শিশুটির মা শাহানা আক্তার জুঁই, তার মা শাহিনুর বেগম, ভাসুর সাগর, খালা শাশুড়ি ফিরোজা, অ্যাম্বুলেন্সের চালক রেজাউল, হেল্পার জহির ও রিমন নামে ৭ জন গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।