Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হলেন ব্যাংক কর্মকর্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ৮:০১ এএম

প্রিয় বন্ধুর সঙ্গে ছুটির দিনে ঘুরতে বেরিয়ে লাশ হয়ে ফিরলেন সোনালী ব্যাংক কর্মকর্তা আবু বকর সিদ্দিক।

জানাযায়, নেত্রকোনায় বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে ট্রাকের ধাক্কায় আবু বকর সিদ্দিক (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের নাগড়া আনন্দ বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বকর সিদ্দিক নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাগড়া গ্রামের রুহুল আমিনের ছেলে। সোনালী ব্যাংকের মদনপুর শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

এ দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক নিহতের বন্ধু সুমন সাহা (৩০) গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সুমন সাহা সোনালী ব্যাংকের নেত্রকোনা শাখার ক্যাশিয়ার এবং জেলা শহরের মোক্তারপাড়া এলাকার গঙ্গা সাহার ছেলে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ছুটির দিন থাকায় বিকেলে শহরে ঘুরতে বের হয়েছিলেন দুই বন্ধু। সন্ধ্যায় পারলা হোসেনপুর এলাকায় সন্ধ্যা মালতী নামে একটি চায়ের দোকানে চা খেয়ে তারা মোটরসাইকেলে করে নেত্রকোনা শহরের দিকে যাচ্ছিলেন। পথে নাগড়া আনন্দ বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে আবু বকর সিদ্দিককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক নীপা সরকার। আশঙ্কাজনক অবস্থায় অপর সুমন সাহাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন।



 

Show all comments
  • Quaium Sarder Ripon ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৩ পিএম says : 0
    May Allah grant him Jannat.
    Total Reply(0) Reply
  • Md Akbar Hussain ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪৪ পিএম says : 0
    Inna Nillahi wa inna elaihi Rajiun
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ