Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরে চুরির অপরাধে বিদ্যুৎ পিলারের সাথে বেঁধে অমানবিক নির্যাতন

উদ্ধার করেছে পুলিশ

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ৪:৩১ পিএম | আপডেট : ৪:৩৭ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২১

আজ রোববার ভোরে দিনাজপুর শহরের গনেশতলা সঙ্গীত কলেজের গলিতে একটি গোডাউন ও বাড়ীতে চুরি করার সময় রবি নামের একজনকে হাতে নাতে ধরেন স্থানীয়রা। আর সেই অপরাধে তাকে পিটিয়ে বিদ্যুতের খুটির সাথে বেধে রাখা হয়। উৎসুক জনতা সেই দৃশ্য দেখতে ভীড় করে সেখানে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে সেই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে কোতয়ালী থানার তদন্ত কর্মকতা আসাদুজ্জামান জানান, ফোনে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঐ ব্যাক্তিকে বিদ্যুতের পিলারের সাথে বাধা অবস্থায় উদ্ধার করা হয়। তবে লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে মামলা নেওয়া হবে বলেও তিনি জানান।
অপরদিকে সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, চুরি অপরাধে এভাবে বেধে নির্যাতন করা ঠিক হয় নি। সাধারণ মানুষ আইন হাতে না তুলে, পুলিশের হাতে সপোর্দ করা প্রয়োজন ছিলো।
জানা যায়, শহরের বাহাদুর বাজার এলাকার মৃত ছোটনের ছেলে মো: রবি (২৬)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্যাতন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ