বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদক মামলায় সুজন বিশ্বাস (২৫) নামের এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সুজন বিশ্বাস খুলনা ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহির সাইদুল বিশ্বাসের ছেলে।
আজ বৃহস্পতিবার খুলনা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামী সুজন আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৯ অক্টোবর সন্ধ্যায় র্যাব-৬ এর একটি টিম ফুলতলা উপজেলার আইয়ান জুট মিলের সামনে অভিযান চালিয়ে সুজন বিশ্বাসকে আটক করে। এসময় তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করে। ওই দিন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ গোলবর রহমান বাদি হয়ে ফুলতালা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। একই বছরের ২৩ নভেম্বর ফুলতলা থানার এসআই মোঃ মাহমুদ হাসান সুজন বিশ্বাসকে আসামি করে আদালতে চার্জশীট দাখিল করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এড. এনামুল হক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।