মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের হেরাত প্রদেশে বিস্ফোরিত হয়ে অন্তত ৫০০টি ট্যাংকার পুড়ে ছাই হয়েছে। যার উপগ্রহ চিত্র প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বিধ্বংসী আগুনে ধ্বংস হয়ে গেছে প্রত্যেকটি ট্যাঙ্ক। গত শনিবারের সেই বিধ্বংসী ঘটনার পর গতকাল বুধবার প্রকাশ্যে এসেছে অগ্নিকাণ্ডের উপগ্রহ চিত্র। অগ্নিকাণ্ড এতটাই মারাত্মক ছিল যে মহাকাশ থেকেও তা স্পষ্ট দেখা গেছে।
জানা গেছে, হেরাত সীমান্ত আফগানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সীমান্ত পথেই আমেরিকার অনুমতি নিয়ে ইরান থেকে জ্বালানি ও তেল আনে আফগানিস্তান।
তবে সেই সীমান্তে অগ্নিকাণ্ডের ফলে বিপর্যস্ত হয়ে পড়ে ইরান-আফগান সংযোগ ব্যবস্থা। এই অগ্নিকাণ্ডের কারণে সাবধানতার অংশ হিসেবে ইরান থেকে হেরাত প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
আফগানিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কীভাবে এই ট্যাংকারগুলো বিস্ফোরিত হয়েছে, তা এখনো জানা যায়নি। সূত্র : রয়টার্স, টিভি নাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।