Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ বৃহস্পতিবার

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

নির্বাচনে অনিয়ম তুলে ধরতে বরিশালে আগামী ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপি বিভাগীয় সমাবেশের আয়োজন করেছে। দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেকমন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) সমাবেশে প্রধান অতিথি থাকবেন বলে জানা গেছে। দেশের ৫টি সিটি নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থীরাও সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে। বিভাগীয় সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিসহ বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন বিএনপি নেতৃবৃন্দ। গত ৫ জানুয়ারি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচন সম্পন্ন হওয়া ৬টি সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় সমাবেশ করার ঘোষণা করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মুজিবর রহমান সারোয়ার। একাধিক সূত্র জানিয়েছে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থীর পরাজয়ের পর বিভাগীয় পর্যায়ে এ ধরনের সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয় দলীয় হাইকমান্ড থেকে। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতি জনগণের সামনে উপস্থাপনসহ প্রতিবাদ জানাতে এ সমাবেশের আয়োজন করা হবে বলে জানানো হলেও এর মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার উদ্যোগ থাকবে বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছেন।

পূর্ব ঘোষিত প্রথম সমাবেশ ছিল গত শনিবার চট্টগ্রামে। দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল চেষ্টার প্রতিবাদে একাধিক কর্মসূচি থাকায় চট্টগ্রামের সমাবেশ স্থগিত রাখা হয়েছে। ১৮ ফেব্রæয়ারি বরিশালে সমাবেশের মধ্য দিয়ে কেন্দ্র ঘোষিত ৬ সিটি এলাকায় বিভাগীয় সমাবেশ কর্মসূচির সূচনা করা হবে।
এবারের সমাবেশের কার্যক্রমে থাকবে ভিন্নতা। দলীয় পরাজিত মেয়র প্রার্থীরা সবগুলো সমাবেশে নিজ নিজ সিটি নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর ভোট কারচুপির বর্ণনা দেবেন। প্রধান অতিথি ও পরাজিত মেয়র প্রার্থীরা ছাড়া সমাবেশে আর কোন বক্তা থাকবেন না। বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার সাংবাদিকদের বলেন, বরিশাল টাউন হল চত্বরে সমাবেশ করার জন্য মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন জানানো হচ্ছে। সমাবেশ সফল করার জন্য নগরীর প্রতিটি ওয়ার্ডে প্রস্তুতি সভাও চলছে বলে জানান জিয়াউদ্দিন সিকদার।
উল্লেখ্য, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী অপর সিটির সমাবেশগুলো হবে খুলনা ২৭ ফেব্রুয়ারি, রাজশাহী ১ মার্চ, ঢাকা উত্তরে ৩ মার্চ ও দক্ষিণে ৪ মার্চ। তবে ২০১৯ সালের ৩০ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে সিলেটে বিএনপির প্রার্থী জয়ী হওয়ায় সেখানে সমাবেশের কর্মসূচি থাকছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ