Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহী অঞ্চলে পৌর নির্বাচনে আ.লীগ ৫, বিদ্রোহী ১

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

রাজশাহী অঞ্চলে চতুর্থ ধাপে পৌর নির্বাচনে আওয়ামী লীগের পাঁচজন ও বিদ্রোহী একজন প্রার্থী জয়ী হয়েছেন। এরমধ্যে রাজশাহী চারটি পৌরসভার মধ্যে বাগমারা উপজেলার তাহেরপুরে নৌকা প্রার্থী আবুল কালাম আজাদ, গোদাগাড়ীতে আওয়ামী লীগের বিদ্রোহী মনিরুল ইসলাম বাবু, তানোরে নৌকার প্রার্থী ইমরুল হক, পবা উপজেলার নৌকার প্রার্থী হাফিজুর রহমান হাফিজ, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে নৌকার প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম ও নাটোর জেলার বড়াইগ্রামে নৌকার প্রার্থী মাজেদুল বারী নয়ন জয়লাভ করেছেন। তাহেরপুরে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ বিপুল ভোটে জয়লাভ করেছেন। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো পৌর মেয়র হলেন।

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী মনিরুল ইসলাম বাবু নির্বাচিত হয়েছেন। গোদাগাড়ী পৌরসভার বর্তমান মেয়র ও স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল ইসলাম বাবু নারিকেল গাছ প্রতীকে ভোটে পেয়েছেন ৮ হাজার ৮১৪। তার নিকটতম বিএনপির মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া রুলু ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৭৯২। আর আওয়ামী লীগের মেয়র প্রার্থী নৌকা প্রতীকে ভোট ৪ হাজার ১১৫ ও জামায়াত সমার্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী ড. ওবায়দুল্লাহ জগ প্রতিকে ৩ হাজার ৭৭৪ পেয়েছেন।

তানোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইমরুল হক বিজয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ১২ হাজার ৬৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান মিজান ধানের শীষ প্রতীকে ৭ হাজার ২১৭ ভোট পেয়েছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক নারিকেল প্রতীকে ভোট পেয়েছেন ২৪৫।

নওহাটা পৌরসভায় জয় পেয়েছেন নৌকার প্রার্থী হাফিজুর রহমান হাফিজ। তিনি ১৪ হাজার ৪৫১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল বারি খান পেয়েছেন ১৩ হাজার ৯৮৬ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী মোকবুল হোসেন পেয়েছেন ৭ হাজার ২৭৯ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম হয়েছেন ধানের শীষ প্রতীকে বিএনপি দলীয় ওজিউল ইসলাম ওজুল মিঞা। নাটোরের বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে মাজেদুল বারী নয়ন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ছিলেন ধানের শীষের প্রতীকে ইসাহাক আলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পৌর-নির্বাচন

২৬ জানুয়ারি, ২০২১
১৫ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ