Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিবের পর মাহমুদউল্লাহ, মুস্তাফিজ, সাইফেও আগ্রহ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৪ এএম

সাকিব আল হাসানের পাশাপাশি এবারের আইপিএলের নিলামে নাম উঠতে পারে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফ উদ্দিনের। নিলামের চূড়ান্ত তালিকায় আছেন এই চার জন। সৌম্য সরকারও নিবন্ধন করেছিলেন। তবে চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি এই ওপেনারের।
আগেই জানা গিয়েছিল, সর্বোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপির ক্যাটেগরিতে আছে সাকিবের নাম। বাঁহাতি পেসার মুস্তাফিজের ভিত্তি মূল্য ১ কোটি রুপি। স্পিনিং অলরাউন্ডার মাহমুদউল্লাহ আছেন ৭৫ লাখ রুপি ভিত্তি মূল্যের ক্যাটেগরিতে, ৫০ লাখের ক্যাটেগরিতে পেস বোলিং অলরাউন্ডার সাইফ।
আইপিএলের এবারের নিলামের জন্য প্রাথমিকভাবে নিবন্ধন করেছিলেন মোট ১ হাজার ১১৪ ক্রিকেটার। সেখান থেকে ৮ ফ্র্যাঞ্চাইজির আগ্রহ আছে যে ক্রিকেটারদের নিয়ে, তাদের নিয়ে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ২৯২ জন ক্রিকেটার। এদের মধ্যে ভারতের ক্রিকেটার ১৬৪ জন। বিদেশি ক্রিকেটার ১২৮ জন, যেখানে আইসিসির সহযোগী দেশগুলোর তিন ক্রিকেটারও আছেন। তারা হলেন নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিছানে, যুক্তরাষ্ট্রের পেসার আলি খান ও সংযুক্ত আরব আমিরাতের ভারতীয় বংশোদ্ভূত লেগ স্পিনার পালানিয়াপান কার্তিক মাইয়াপান।
চূড়ান্ত তালিকায় থাকা মানেই অবশ্য নিলামে নাম ওঠার নিশ্চয়তা নয়। লটারিতে কারও নাম ওঠার আগেই যদি দলগুলির কোটা ফুরিয়ে যায়, তাহলে আর নাম তোলা হবে না। দলগুলির খেলোয়াড় তালিকার যে চিত্র, তাতে বিদেশি ক্রিকেটারের কোটা বাকি আছে মাত্র ২২ জনের। ১২৮ জন বিদেশি ক্রিকেটারের অন্তত ১০৬ জনই তাই দল পাবেন না। সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস নিতে পারবে কেবল ১ জন করে বিদেশি ক্রিকেটার। সর্বোচ্চ ৫ জন নিতে পারবে কিংস ইলেভেন পাঞ্জাব, ৪ জন করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্স।
ভারতীয় ১৬৪ ক্রিকেটারের মধ্যে দল পাবেন সর্বোচ্চ ৬১ জন। সর্বোচ্চ ১৩ জন নিতে পারবে বেঙ্গালুরু, সর্বনিম্ন ৩ জন হায়দরাবাদ। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় চেন্নাইয়ে শুরু হবে এবারের আইপিএলের নিলাম। টুর্নামেন্ট হতে পারে এপ্রিল-মে মাসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাকিব

১৩ অক্টোবর, ২০২২
৯ অক্টোবর, ২০২২
৮ অক্টোবর, ২০২২
৩০ সেপ্টেম্বর, ২০২২
২৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ