Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কাবুলে জাতিসংঘের গাড়িবহরে হামলা, নিহত ৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৩ পিএম

জাতিসংঘের একটি গাড়ি বহর আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে সশস্ত্র হামলার শিকার হয়েছে। এতে ৫ আফগান নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। তারা ওই বহরের নিরাপত্তায় ছিল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার দাবি এই হামলার পেছনে তালেবানের ভূমিকা রয়েছে। তবে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি হামলার দায় অস্বীকার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার কাবুল থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে সুরোবি জেলার তাং-এ-হাব্রেশিম এলাকায় জাতিসংঘের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় এক গাড়িচালক নিহত হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এতে প্রাণ হারান গাড়ির আরও চার আরোহী।

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের জাতিসংঘ পরিবার আজকের ঘটনায় আফগান নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। হামলায় জাতিসংঘের কোনও কর্মকর্তা হতাহত হননি বলেও নিশ্চিত করেছে ইউএনএএমএ।
প্রায় এক বছর আগে মার্কিন সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে তালেবানের চুক্তির পর থেকে আফগানিস্তানে বিদেশি বাহিনী ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা খুব একটা দেখা যায়নি। তবে গত কয়েক সপ্তাহ ধরে সেখানে আবারো হামলা-সহিংসতা বেড়ে গেছে। দেশটিতে প্রায় প্রতিদিনই ঘটছে গাড়িতে চুম্বক দিয়ে বা রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ। এসব হামলায় আফগান সরকারের কর্মকর্তা, সমাজকর্মী ও সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।

গত বৃহস্পতিবারই আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে পরপর তিনটি বিস্ফোরণে অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও দু’জন। এছাড়া, নানগারহার প্রদেশে পৃথক তিনটি বিস্ফোরণে দুইজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। একই দিন, দেশটির উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন কুতবুদ্দিন কোহি নামে এক সাংবাদিক।

জাতিসংঘ মহাসচিবের আফগান বিষয়ক বিশেষ উপদূত রমিজ আলাকবারোভ এক টুইট বার্তায় বলেছেন, ‘আফগানিস্তানে সহিংসতার অবসান অবশ্যই হতে হবে।’ সূত্র : আল জাজিরা, রয়টার্স।



 

Show all comments
  • Jack+Ali ১২ ফেব্রুয়ারি, ২০২১, ৫:২৮ পিএম says : 0
    Q'Allah wipe out NATO and American barbarian force force from Afghanistan and also remove Taghut, Murtard, Munafiq and Zalem government and hand over power to Taliban so that they will rule again by Qur'an as such peace will prevail.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ