বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নগরীর পতেঙ্গা এলাকায় উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় এক বিচারকের উপর হামলার ঘটনায় মামলায় আওয়ামী লীগ নেতা হাজী ইকবালের পুত্র আলী আকবর ইকবালকে (২৭) পাঁচ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের জেল দিয়েছেন। বৃহস্পতিবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এ রায় দেন।
এ মামলায় অপর অভিযুক্ত হাসান আলী জিসানকে (২৪) খালাস দিয়েছেন আদালত। হাজী ইকবাল ও তার ছেলে আলী আকবর ইকবাল দক্ষিণ হালিশহর এলাকায় যুবলীগ কর্মী মহিউদ্দীন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন খান জানান, মো. জহির উদ্দিন নামে এক বিচারকের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আলী আকবর ইকবালকে ৫ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও এক মাসের জেল দিয়েছেন। এ মামলায় অপর অভিযুক্ত হাসান আলী জিসানকে খালাস দিয়েছেন আদালত।
গত ৯ ডিসেম্বর বিকেলে পতেঙ্গা এলাকায় উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ ৫ম আদালতের বিচারক মো. জহির উদ্দিনের উপর হামলা করে আলী আকবর ইকবালসহ তার সহযোগীরা। এ সময় স্থানীয়রা আলী আকবর ইকবাল, হাসান আলী জিসানকে আটক করে।
এ ঘটনায় বিচারক মো. জহির উদ্দিনের গাড়ি চালক রাজু শেখ বাদি হয়ে পতেঙ্গা থানায় আলী আকবর ইকবাল ও হাসান আলী জিসানকে এজাহারনামীয় ও দুইজনকে পলাতক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।