Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেমিতে সেভিয়াকে পেল বার্সা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

কোপা দেল রের ফাইনালে ওঠার দুই লেগের লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে সেভিয়াকে পেয়েছে বার্সেলোনা। গত বুধবার অতিরিক্ত সময়ে গড়ানো এক লেগের কোয়ার্টার-ফাইনালে গ্রানাদাকে ৫-৩ গোলে হারিয়েছিল কাতালান দলটি। গতপরশু রাতে সেভিয়া শেষ চারে ওঠে দ্বিতীয় সারির দল আলমেরিয়াকে ১-০ গোলে হারিয়ে। গত অক্টোবরে লা লিগায় ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে ১-১ ড্র করেছিল বার্সেলোনা।

অন্য সেমি-ফাইনালে মুখোমুখি অ্যাথলেতিক বিলবাও ও লেভান্তে।
এদিকে, জার্মান বুন্দেসলিগায় শিরোপাধারীদের সঙ্গে ফিরতি পর্বের দেখায়ও বেশ ভালোই লড়াই করল হার্থা বার্লিন। তবে শক্তিশালী প্রতিপক্ষকে এবারও আটকাতে পারেনি তারা। প্রত্যাশিত জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করেছে বায়ার্ন মিউনিখ।
লিগ টেবিলের নিচের দিকের দলটির বিপক্ষে শুক্রবার রাতে ১-০ গোলে জিতেছে বায়ার্ন। ম্যাচের শুরুর দিকে জয়সূচক গোলটি করেন কিংসলে কোমান। গত অক্টোবরে এই দলের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে ৪-৩ ব্যবধানে জিতেছিল বায়ার্ন।
অবিরাম তুষারপাতের মাঝে ম্যাচটিসহ লিগে টানা পঞ্চম ও মোট পঞ্চদশ জয় পেল বায়ার্ন। সঙ্গে তিন ড্রয়ে ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লাইপজিগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্সা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ