Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুন-ধর্ষণের হুমকি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

কৃষক আন্দোলনকে সমর্থনের জেরে খুন ও ধর্ষণের হুমকি দেয়া হচ্ছে পাকিস্তানি বংশোদ্ভ‚ত ব্রিটিশ অভিনেত্রী জামিলা জামিলকে। অভিনেত্রীর বাবা আলি জামিল ভারতীয় হলেও মা শিরিন জামিল পাকিস্তানি। জামিলা গত এক দশক ধরেই অভিনেত্রী ও রেডিও ঘোষক হিসেবে খ্যাতনামা। পাশাপাশি সমাজকর্মী হিসেবেও তাকে সকলে চেনে। তিনি তার ইনস্টাগ্রামে জানিয়েছেন, বারবার কীভাবে হুমকির মুখে পড়তে হয়েছে এ ধরনের পোস্ট করলেই। জামিলা লেখেন, গত কয়েকমাস ধরে আমি বারবার ভারতের কৃষকদের সঙ্গে এ মুহ‚র্তে কী হচ্ছে তা নিয়ে কথা বলেছি। কিন্তু প্রতিবারই আমাকে খুন ও ধর্ষণের হুমকি দেয়া হয়েছে। এ ধরনের লাগাতার হুমকির ফলে তাকে যে মানসিক অস্বস্তির মুখে পড়তে হচ্ছে, সেকথাও জানিয়েছেন জামিলা।
প্রত্যেক মানুষের যে চাপ সহ্য করার একটা ক্ষমতা আছে তা জানিয়ে তার কটাক্ষ, নিশ্চয়ই যে পুরুষরা এ নিয়ে কথা বলছেন, তাদেরও চাপ দেয়া হচ্ছে। কিন্তু মহিলাদের মতো পুরুষদের এমন হুমকির মধ্যে যে পড়তে হচ্ছে না, তাও মনে করিয়ে দিয়েছেন ব্রিটিশ অভিনেত্রী। তবে তিনি জানিয়ে দিয়েছেন, কেবল কৃষকরাই নন, যারাই নিজেদের অধিকারের জন্য লড়াই করছেন তাদের সকলের প্রতিই তার সমর্থন বরাবরই থাকবে। সূত্র : হিন্দুস্থান টাইমস, জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ