Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

অনন্তঃ দ্য লিডার অফ আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

চলচ্চিত্রে নিজেকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জনপ্রিয় নায়ক, প্রযোজক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল। এ কথা সবার জানা, দেশের চলচ্চিত্র এখন এক শোচনীয় অবস্থায় রয়েছে। স্থবির হয়ে রয়েছে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি। মাঝে মাঝে কিছু সিনেমা নির্মাণের ঘোষণা শোনা গেলেও এবং কেউ কেউ সিনেমা নির্মাণ করলেও তা চলচ্চিত্রকে পুরোদমে সচল করার জন্য মোটেই যথেষ্ট নয়। এখন আর সপ্তাহে নতুন সিনেমা মুক্তির কথা শোনা যায় না। করোনার কারণে অধিকাংশ সিনেমা হল বন্ধ রয়েছে। কিছু কিছু খোলা রেখে পুরনো সিনেমা চালালেও দর্শক উপস্থিতি নেই। এমন এক প্রেক্ষিতে, অনন্ত জলিল তার চলচ্চিত্রকে এক অনন্য অবস্থানে নিয়ে গিয়েছেন। নিজেই হয়ে উঠেছেন একটি পরিপূর্ণ ফিল্ম ইন্ডাস্ট্রি। তার একটি সিনেমাই একটি ইন্ডাস্ট্রিতে পরিণত হয় এবং হচ্ছে। তবে এই ইন্ডাস্ট্রি শুধু দেশের নয়, আন্তর্জাতিক পর্যায়ের। তার নির্মিত নতুন চলচ্চিত্র দিন দ্য ডে’র কথাই যদি ধরা হয়, তবে দেখা যাবে, একটি আন্তর্জাতিক ফিল্ম ইন্ডাস্ট্রি বিশেষ করে হলিউড-বলিউডে যে ধরনের সিনেমা নির্মিত হয়, তাই হয়ে উঠেছে। হলিউড-বলিউডের একটি সিনেমা যেমন তাদের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির সক্ষমতা ও দক্ষতাকে বিশ্বে প্রতিনিধিত্ব করে, অনন্তর সিনেমাও তেমন হয়ে উঠেছে। তখন মনে হয়, অনন্ত নিজেই একটি ফিল্ম ইন্ডাস্ট্রি হয়ে দেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক বাজারে প্রতিনিধিত্ব করছে। এই যে তার নতুন সিনেমা দিন দ্য ডে নির্মিত হয়েছে, তার নির্মাণশৈলী, টেকনোলজি সর্বোপরি বাজেট একটি আন্তর্জাতিক সিনেমার মতো। এর বাজেট একশ’ কোটি টাকা। এটা কল্পনাও করা যায় না, আমাদের দেশে এত বাজেটের সিনেমা নির্মিত হতে পারে। যেখানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির রমরমা অবস্থায়ই সারাবছর গড়ে ৯০টি সিনেমায় একশ’ কোটি টাকা বিনিয়োগ হয়নি, সেখানে অনন্তর একটি সিনেমাই ফিল্ম ইন্ডাস্ট্রির পুরো বাজেট দিয়ে নির্মিত হয়েছে। এ হিসেবে, অনন্তর একটি সিনেমা আমাদের দেশের গড় বাজেটে তৈরি ৯০টি সিনেমার সমান। ইতোমধ্যে সিনেমাটির ট্রেইলর যারা দেখেছেন, তারা বুঝতে পেরেছেন এটি হলিউড-বলিউডের সিনেমার সমতুল্য এবং তা একশ’ কোটি টাকারই সিনেমা। ইরানের সাথে যৌথ প্রযোজনার সিনেমাটির শুটিং ইরান, আফগানিস্তান, তুরস্ক ও বাংলাদেশে হয়েছে। এতে অনন্ত-বর্ষা জুটি ছাড়াও অভিনয় করেছেন, ইরান, তুরস্ক, আফগানিস্তান, লেবাননের প্রখ্যাত অভিনেতা ও শিল্পীরা। এটি এখন মুক্তির অপেক্ষায়। এ সিনেমার পাশাপাশি তিনি নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সিনেমাটির নাম নেত্রী দ্য লিডার। আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমাটি নির্মাণের বিস্তারিত ঘোষণা দেবেন। এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন দর্শকপ্রিয় চিত্রনায়িকা বর্ষা। নায়ক হিসেবে থাকবেন অনন্ত। এছাড়া এতে ভারতের তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির নামকরা অভিনেতারাও অভিনয় করবেন। সিনেমাটির সিংহভাগ শুটিং হবে তুরস্কে। দিন দ্য ডে সিনেমাটি যেমন স্পাই-থ্রিলার গল্প নিয়ে নির্মিত হয়েছে, নেত্রী দ্য লিডার নির্মিত হবে ভিন্ন ধাঁচের গল্প নিয়ে। এর গল্প তৈরি করেছেন অনন্ত নিজে। সিনেমাটির নাম থেকে কিছুটা আঁচ করা যায় এর গল্পের ধারাটি ভিন্ন প্রেক্ষাপটে আবর্তিত হবে। যেহেতু এটিও অনন্ত ফিল্ম ইন্ডাস্ট্রির একটি সিনেমা, তাই তা আন্তর্জাতিক মানেরই হবে, তা বুঝতে অসুবিধা হয় না। বলা যায়, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি যখন দুর্দশায় নিপতিত, তখন অনন্ত নিজেই আন্তর্জাতিক মানের প্যারালাল একটি ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে তুলেছেন। আন্তর্জাতিক চলচ্চিত্রের বাজারে একাই বাংলাদেশের সিনেমার প্রতিনিধিত্ব করছেন। কথায় নয়, তিনি কাজে তা দেখিয়ে দিয়েছেন এবং দিচ্ছেন। আমাদের দেশেও যে আন্তর্জাতিক সিনেমা নির্মিত হতে পারে, তা বিশ্ব ফিল্ম ইন্ডাস্ট্রিকে দেখিয়ে দিয়েছেন। তিনি দেশের সিনেমাকে আক্ষরিক অর্থেই আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনন্ত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ