Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মালয়েশিয়ার প্রযোজকরা বাংলাদেশের সাথে যৌথ প্রযোজনায় আগ্রহী -অনন্ত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

মালয়েশিয়ায় ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় তারকাজুটি অনন্ত ও বর্ষা। দেশটিতে ‘দিন দ্য ডে’ সিনেমার মুক্তি উপলক্ষে তারা ব্যস্ত সময় অতিবাহিত করছেন। গতকাল দেশটির বিখ্যাত টুইন টাওয়ারস্থ কেএলসিসিসহ ১৬টি সিনেমা হলে সিনেমাটি মুক্তি পায়। মুক্তি উপলক্ষে ইতোমধ্যে সংবাদ সম্মেলনসহ দেশটির সিনেমা প্রযোজক ও পরিচালকদের সাথেও মতবিনিময় করেছেন। গত বৃহস্পতিবার মালয়েশিয়া থেকে অনন্ত জানান, মালয়েশিয়ার প্রযোজক ও পরিচালকদের সাথে মতবিনিময় করেছি। তারা বাংলাদেশের সাথে যৌথ প্রযোজনার সিনেমা নির্মাণে আগ্রহী। তারা জানিয়েছেন, যেহেতু মালয়েশিয়ায় হাজার হাজার বাংলাদেশী এবং বাংলাদেশেও প্রচুর দর্শক রয়েছে, তাই আমরা বাংলাদেশের সাথে জয়েন্ট ভেঞ্চারে সিনেমা প্রডিউস করতে আগ্রহী। এতে দুই দেশেই বাংলাদেশের সিনেমার ব্যাপক প্রসার ঘটবে। অনন্ত জানান, তিনি যৌথ প্রযোজনায় যাবেন না। তবে বাংলাদেশের যেসব ভালো প্রযোজনা সংস্থা রয়েছে, তাদের সাথে যোগাযোগ করিয়ে দেব। আমি মালয়েশিয়ার প্রযোজক ও পরিচালকদের এ ব্যাপারে উৎসাহ দিয়েছি। তাদের বলেছি, বাংলাদেশে ব্যাপক দর্শক রয়েছে এবং দুই দেশ মিলে আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণ করতে পারলে ব্যবসায়িকভাবে যেমন লাভবান হওয়া যাবে, তেমনি আন্তর্জাতিক পর্যায়েও দুই দেশের সিনেমার প্রসার ঘটবে। অনন্ত বলেন, তাদের সামনে আমার ‘দিন দ্য ডে’ সিনেমার প্রেক্ষাপট তুলে ধরেছি এবং ইরানের সাথে যৌথ প্রযোজনায় কিভাবে সিনেমাটি নির্মিত হয়েছে এবং তা যে আমাদের দেশে ব্যাপক দর্শক গ্রহণযোগ্যতা পেয়েছে, তা তুলে ধরেছি। তারা সিনেমাটি দেখে বাংলাদেশের সাথে যৌথ প্রযোজনায় আগ্রহী হয়ে উঠেছে। আমি বলেছি, বাংলাদেশের ভালো প্রযোজকদের সাথে যোগাযোগ করিয়ে দেব। অনন্ত বলেন, আমি বরাবরই বলে এসেছি, আমাদের সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে রফতানির ক্ষেত্রে পরিণত করতে চাই। এর অংশ হিসেবে মালয়েশিয়ার প্রযোজকদের সাথে মতবিনিময় করেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়ার প্রযোজকরা বাংলাদেশের সাথে যৌথ প্রযোজনায় আগ্রহী -অনন্ত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ