Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার নিজেকে দক্ষ মার্শাল আর্টিস্ট হিসেবে গড়ে তুলছেন অনন্ত

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২২, ১:২২ এএম

জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল তার প্রতিটি সিনেমায় নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেন। তার ফ্যাসনে যেমন বৈচিত্র থাকে, তেমনি নিজের বডি ট্রান্সফরমেশন বা শরীরকেও চরিত্র অনুযায়ী গড়ে তোলেন। এজন্য প্রচুর পরিশ্রম করেন তিনি। নিজ বাসায় স্থায়ীভাবে জিম গড়ে তুলেছেন। সেখানেই দক্ষ ট্রেইনারের মাধ্যমে চরিত্র অনুযায়ী, নিজের শরীর গঠন করেন। যেমনটি দেখা যায় হলিউড ও বলিউডের নায়কদের ক্ষেত্রে। আমির খান, সালমান খান, শাহরুখ খানরা সিনেমার চরিত্রের জন্য নিজেদের শরীরিক গঠন অসংখ্যবার পরিবর্তন করেছেন। অনন্তও তার প্রত্যেক সিনেমা নির্মাণের আগে চরিত্র উপযোগী করে তোলার জন্য নিজের শরীর গঠন করে থাকেন। তার প্রত্যেকটি সিনেমায়ই তার এই শারীরিক পরিবর্তন দেখা গেছে। এবার তার নতুন সিনেমা ‘কিল হিম’-এর জন্য নিজেকে নতুন রূপে উপস্থাপন করতে যাচ্ছেন। শারীকি গঠনে পরিবর্তন আনার জন্য মার্শাল আর্ট শিখছেন। একজন মার্শাল আর্টিস্টের শারীরিক গঠন যেমন থাকে, তেমন করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন। জিমের পাশাপাশি প্রতিদিন মার্শাল আর্টে দক্ষ একজন প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন। এর কারণ, তাকে চলচ্চিত্রের আরেক মার্শাল আর্ট হিরো রুবেলের সঙ্গে ফাইট করতে হবে। মার্শাল আর্টকে যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্যই অনন্ত আলাদাভাবে প্রশিক্ষণ নিচ্ছেন। অনন্ত জানিয়েছেন, এখন কিল হিম সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছি। সিনেমাটি বরাবরের মতো অ্যাকশনধর্মী। এতে মার্শাল আর্ট যুক্ত হবে। নিজেকে একজন সত্যিকারের মার্শাল আর্ট হিরো হিসেবে তুলে ধরার জন্য মার্শল আর্ট প্র্যাকটিস করছি। রুবেল ভাই নিজেই মার্শাল আর্টের ওস্তাদ। তার সঙ্গে তালমিলিয়ে ফাইট করতে হলে মার্শাল আর্টের বিকল্প নেই। এ কারণে আমাকেও মার্শাল আর্ট শিখতে হচ্ছে। এজন্য প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। আশা করছি, দর্শক আমার অন্য সিনেমায় যে ধরনের অ্যাকশন দেখেছেন, তার চেয়ে ভিন্ন অ্যাকশনে আমাকে দেখতে পাবেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনন্ত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ