প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গত ঈদে মুক্তিপ্রাপ্ত অনন্ত জলিলের আলোচিত সিনেমা ‘দিন: দ্য ডে’ সিনেমার বাজেট নিয়ে অনেক বিতর্ক হয়েছে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা ঘোষণা করেছিলেন অনন্ত। তবে সিনেমাটির পরিচালক মোর্তেজা অতাশ জমজম জানান, সিনেমাটির প্রকৃত বাজেট পাঁচ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ৭৪ লাখ ৯৭ হাজার ৩৩০ টাকা। বাজেটের চুক্তিপত্রটি নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তিনি। তিনি চুক্তিপত্র প্রকাশের পাশাপাশি অনন্তের বিরুদ্ধে বকেয়া অর্থ পরিশোধ না করা, চিত্রনাট্য ও শুটিং লোকেশন পরিবর্তনসহ একাধিক অভিযোগ তুলেছেন। এ ব্যাপারে অনন্ত সাফ জানিয়ে দিয়েছেন, এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তিনি বলেন, আমাদের চলচ্চিত্রেরই কেউ এ ষড়যন্ত্র করছে যাতে আমি ফিল্ম থেকে চলে যাই। তিনি ইনস্টাগ্রামে জমজমের বাংলায় পোস্ট দেয়া নিয়ে প্রশ্ন তুলে বলেন, তাকে বাংলা লিখে দিয়েছে কে? তিনি তো বাংলা জানেন না। বাংলায় পোস্ট দিলেন কি করে? তার মানে এর পেছনে কেউ আছে, যারা ইন্ধন জোগাচ্ছেন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তারা চাচ্ছে, আমি যেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে না থাকি। অন্যদিকে কয়েকদিন আগে জমজম অনন্তর বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনেন। এর জবাবে অনন্ত স্পষ্ট করে বলেছেন, মুর্তজা সাহেবের যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সেটা আমরা নিজেরাই বসে সমাধান করতে পারি। আর আমি চুক্তির বাইরে কিছু করিনি। চুক্তিপত্র আমার কাছেও রয়েছে। আমি মনে করি, আমার বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করছে। মুর্তজা বাংলাদেশি কারও পরামর্শে কিংবা নিজের প্রচারের স্বার্থে ভুল এবং মিথ্যা তথ্য দিয়ে গণমাধ্যমকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এটা খুবই দুঃখজনক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।