Inqilab Logo

বৃহস্পতিবার, ০৬ জুন ২০২৪, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য তহবিল কমিয়েছে আমিরাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

জাতিসংঘে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য তহবিল অনেক কমিয়ে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ২০২০ সালে দেশটি আগের সময়ের চেয়ে অনেক কম সহায়তা প্রদান করেছে। গত বছর ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তি করে আরব আমিরাত। এর প্রভাবেই ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ সহায়তার জন্য জাতিসংঘের তহবিলে দেয়া অর্থ কমিয়ে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনার তীব্র সমালোচনা করেছে ফিলিস্তিন সরকার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রায় ৫৭ লাখ ফিলিস্তিনি শরণার্থী বিশেষ করে ১৯৪৮ সালে যুদ্ধের সময় পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য সুযোগ-সুবিধা দিয়ে আসছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। ২০১৮ সালে জাতিসংঘের শরণার্থী সংস্থায় ৫ কোটি ১৮ লাখ ডলার দান করেছিল আরব আমিরাত। ২০১৯ সালেও একই পরিমাণ অর্থ দিয়েছিল তারা। কিন্তু ২০২০ সালে মাত্র ১০ লাখ ডলার দান করা হয়েছে। শরণার্থী সংস্থার মুখপাত্র সামি মাশাশা শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। ইসরাইলি গণমাধ্যমেই এই খবর সবার আগে প্রচার করা হয়েছে। তিনি বলেন, আমরা আশা করছি যে, ২০২১ সালে তারা আবারও পুরোনো অবস্থানে ফিরে যাবে এবং শরণার্থীদের জন্য আরও বেশি অনুদান দেবে। এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমিরাত

২৯ সেপ্টেম্বর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ