Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে গৌরনদীতে কাভার্ডভ্যনের ধাক্কায় বিকল গাড়ীর ৩জন নিহত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৫৩ পিএম

বরিশাল-ফরিদপুর ঢাকা জাতীয় মহাসড়কের গৌরনদীর খাঞ্জাপুর এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান অপর একটি বিকল মিনি ট্রাক ও সেটিকে উদ্ধারে অসা একটি ট্রাকের ওপর আছড়ে পরলে ঘটনাস্থলেই ৩জন মৃত্যু হয়েছে। নিহত আক্তার হোসেন, সোহান, রাসেল বিকল ট্রাক ও মিনি ট্রাকের চালক ও হেলপার।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ওসি জানিয়েছেন,শনিবার সকালে হাইওয়ের ওপর একটি মিনি ট্রাক বিকল হলে সেটিকে উদ্ধারে অপর একটি ট্রাক সেখানে পার্ক করে বিকল গাড়ীটিকে উদ্ধারে কাজ করছিল। এসময় দ্রুত গতিসম্পন্ন একটি কাভার্ড ভ্যান এসে বিকল গাড়ীটির ওপর আছড়ে পরে। ফলে সবগুলো গাড়ীই দুমরে মুচরে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করলেও বিকল মিনি ট্রাক ও উদ্ধারে আসা ট্রাকটির চালক ও হেলপার ৩জন ঘটনাস্থলেই নিহত হয়ে।

ঘাতক কভার্ড ভ্যানটি আটক করা গেলেও এর চালক ও হেলপার পালিয়েছে বলেও জানিয়েছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ