Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড.কামরুল হুদা আর নেই

চবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৩ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর এবং সাবেক রেজিস্ট্রার ড.কামরুল হুদা ইন্তেকাল করেছেন।শুক্রবার রাত সাড়ে ১০ টায় বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশেষ ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড.মোঃ মাহবুবুর রহমান।
তিনি জানান, ২৭ জানুয়ারি নগরীর সিআরবিতে চলন্ত রিকশা উল্টে বাম পায়ের হাঁটুতে এবং মাথার বামপাশে আঘাত পান ড. কামরুল হুদা। পরবর্তীতে শারিরীক অবস্থা অবনতির দিকে গেলে ২৯ জানুয়ারি তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে বাম পায়ে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হলেও শুক্রবার রাতে তিনি হার্ট অ্যাটাক করেন।"



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্তেকাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ