মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের শিনজিয়াং প্রদেশের ১০ লাখের বেশি উইঘুর মুসলিমদের কথিত ‘পুনঃশিক্ষণ’ শিবিরে বন্দী করে রাখা হয়েছে। সেখানে মুসলিম নারীরা ধারাবাহিক ধর্ষণ, যৌন নিপীড়ন এবং নির্যাতনের শিকার হচ্ছেন। ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চীনের উইঘুর ক্যাম্পগুলোতে আসলে কী হচ্ছে সে বিষয়ে নতুন করে বিস্তারিত তথ্য বিবিসির কাছে এসেছে। সেখানে ভুক্তভোগীরা জানান, চীনের লক্ষ্য হলো, উইঘুরদের সবাইকে শেষ করে দেওয়া। -বিবিসি
শিনজিয়াংয়ের বন্দিশিবিরে তুরসুনাই জিয়াউদুন নামে এক নারী নয় মাস ছিলেন। গতবছর সেখান থেকে ছাড়া পাওয়ার পর শিনজিয়াং ছেড়ে পালিয়ে প্রথমে কাজাখস্তানে ছিলেন। এরপর চলে যান যুক্তরাষ্ট্র এবং এখন সেখানেই আছেন। তার ভাষ্য, সেসময় বন্দিশিবিরে করোনার প্রার্দুভাব না থাকার পরও সেখানকার পুরুষরা সব সময় মাস্ক পরত, স্যুট পরত। তবে তাদের পরনে থাকা স্যুট পুলিশের উর্দির মতো নয়। জিয়াউদুন বলেন, সেই পুরুষেরা কখনও কখনও মাঝরাতের পর শিবিরের সেলে এসে নারী বাছাই করে তাদেরকে ‘বিশেষ’ কক্ষে নিয়ে যেত। জিয়াউদুন বলেন, তাকে একাধিকবার রাতে সেল থেকে বিশেষ কক্ষে নিয়ে গিয়েছিলেন সেই পুরুষেরা। তিনি আরও জানান, তার সঙ্গে শিবিরে যা ঘটেছে, তা ভোলার মতো নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।