Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে গণহারে ধর্ষণের শিকার হচ্ছেন উইঘুর মুসলিম নারীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২১, ৮:১৩ এএম

চীনের শিনজিয়াং প্রদেশের ১০ লাখের বেশি উইঘুর মুসলিমদের কথিত ‘পুনঃশিক্ষণ’ শিবিরে বন্দী করে রাখা হয়েছে। সেখানে মুসলিম নারীরা ধারাবাহিক ধর্ষণ, যৌন নিপীড়ন এবং নির্যাতনের শিকার হচ্ছেন। ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। চীনের উইঘুর ক্যাম্পগুলোতে আসলে কী হচ্ছে সে বিষয়ে নতুন করে বিস্তারিত তথ্য বিবিসির কাছে এসেছে। সেখানে ভুক্তভোগীরা জানান, চীনের লক্ষ্য হলো, উইঘুরদের সবাইকে শেষ করে দেওয়া। -বিবিসি

শিনজিয়াংয়ের বন্দিশিবিরে তুরসুনাই জিয়াউদুন নামে এক নারী নয় মাস ছিলেন। গতবছর সেখান থেকে ছাড়া পাওয়ার পর শিনজিয়াং ছেড়ে পালিয়ে প্রথমে কাজাখস্তানে ছিলেন। এরপর চলে যান যুক্তরাষ্ট্র এবং এখন সেখানেই আছেন। তার ভাষ্য, সেসময় বন্দিশিবিরে করোনার প্রার্দুভাব না থাকার পরও সেখানকার পুরুষরা সব সময় মাস্ক পরত, স্যুট পরত। তবে তাদের পরনে থাকা স্যুট পুলিশের উর্দির মতো নয়। জিয়াউদুন বলেন, সেই পুরুষেরা কখনও কখনও মাঝরাতের পর শিবিরের সেলে এসে নারী বাছাই করে তাদেরকে ‘বিশেষ’ কক্ষে নিয়ে যেত। জিয়াউদুন বলেন, তাকে একাধিকবার রাতে সেল থেকে বিশেষ কক্ষে নিয়ে গিয়েছিলেন সেই পুরুষেরা। তিনি আরও জানান, তার সঙ্গে শিবিরে যা ঘটেছে, তা ভোলার মতো নয়।



 

Show all comments
  • MujiburRahman ৬ ফেব্রুয়ারি, ২০২১, ৯:১৪ এএম says : 0
    ইয়া আল্লা, অসহায় এই মজলুম মুসলমানদের জালিম ধর্ষকদের কবল হতে নাজাত দাও। তুমিই তাদের একমাত্র রক্ষক ও মুক্তি দাতা।
    Total Reply(0) Reply
  • Md Shihabul Fariyad ৬ ফেব্রুয়ারি, ২০২১, ৯:৩২ এএম says : 0
    কুকুরদের ভয় লজ্জা নাই।ইয়া আল্লাহ,তুমি এসব মজলুমদের সহায় হও।আর জালিমদের তোমার গজব দিয়ে ধ্বংস করে দেও
    Total Reply(0) Reply
  • Jack+Ali ৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৬ এএম says : 0
    O'Allah we don't have any Leader who will wage Jihad against Barbarian China, O'Allah send your Angel to fight the Chinese Barbarian and rescue our muslim borther, sisters. Ameen
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ