মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সীমান্ত রক্ষীদের মধ্যে বুধবার আবারও গুলি বিনিময় হয়েছে। এ ঘটনায় লক্ষ্মণ নামে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার রাজৌরির নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) এ ঘটনা ঘটে বলে।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত ওই সেনাসদস্য রাজস্থানের যোধপুরের বাসিন্দা। ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এদিন বিনা উসকানিতে গুলি চালাতে থাকে পাকিস্তানি বাহিনী। এ সময় পাক সেনাদের গুলিতে মারাত্মক আহত হন লক্ষ্মণ। পরে অতিরিক্ত রক্তপাতের কারণে তিনি মারা যান। তবে, এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে প্রতিবেশী এ দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মাঝে ব্যাপক উত্তেজনা চলছে। সূত্র: এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।