Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সাথে সংঘর্ষ, ভারতীয় সেনা নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২১, ৪:২৪ পিএম

জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সীমান্ত রক্ষীদের মধ্যে বুধবার আবারও গুলি বিনিময় হয়েছে। এ ঘটনায় লক্ষ্মণ নামে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার রাজৌরির নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) এ ঘটনা ঘটে বলে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, নিহত ওই সেনাসদস্য রাজস্থানের যোধপুরের বাসিন্দা। ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এদিন বিনা উসকানিতে গুলি চালাতে থাকে পাকিস্তানি বাহিনী। এ সময় পাক সেনাদের গুলিতে মারাত্মক আহত হন লক্ষ্মণ। পরে অতিরিক্ত রক্তপাতের কারণে তিনি মারা যান। তবে, এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে প্রতিবেশী এ দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মাঝে ব্যাপক উত্তেজনা চলছে। সূত্র: এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান-ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ