মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার প্রত্যয় ঘোষণা করেছেন চীনের শীর্ষ এক ক‚টনীতিক। তিনি চীনের কমিউনিস্ট পার্টির পররাষ্ট্র বিষয়ক নীতির শীর্ষ উপদেষ্টা বা প্রধান ইয়াং জিয়েচি। তবে তিনি এক্ষেত্রে তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থান এবং উদ্বেগের বিষয়ে ওয়াশিংটনকে কার্যকর সম্মান দেখাতে হবে বলে মন্তব্য করেছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। মঙ্গলবার তিনি প্রভাবশালী ইউএস ন্যাশনাল কমিটি অন ইউনাইটেড স্টেটস-চায়না রিলেশন সম্পর্কে মন্তব্য করেন। এতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে দুই দেশের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির উল্লেখ করেন তিনি। আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের প্রতি ইতিবাচক অবস্থান নেবে চীন। উল্লেখ্য বাণিজ্য, মানবাধিকার ও তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক নতুন মাত্রায় তলানিতে পৌঁছেছিল। তাইওয়ান হলো একটি স্বশাসিত গণতান্ত্রিক দেশ। এর মালিকানা দাবি করে চীন। তাই সামরিক শক্তি প্রয়োগ করে তাদেরকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার হুমকি দিয়েছে চীন। ইয়াং জিয়েচি বলেন, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং প্রশাসনিক ব্যবস্থায় পার্থক্য সম্পন্ন বৃহৎ দুটি দেশ চীন ও যুক্তরাষ্ট্র। এ ছাড়া রয়েছে বেশ কিছু ইস্যুতে মতবিরোধ। এসব সম্পর্ককে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা উচিত এবং দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়তে দেয়া উচিত নয়। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।