বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দক্ষিণাঞ্চলে এলপি গ্যাসের দাম নতুন করে আরো দেড়শ টাকা বেড়েছে। সিন্ডিকেটের কারণে সিলিন্ডার প্রতি ১৫০ টাকা বৃদ্ধি পাওয়ায় চরম বিপাকে পড়েছেন ব্যবহারকারীরা।
এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন জেলা কমিটি।
গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নীলুর সভাপতিত্বে এ সমাবেশ বক্তারা বলেন, সিন্ডিকেটের কারণে নতুন কওে সিলিন্ডার প্রতি ১৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। বাজারে মনিটরিং না থাকায় গ্যাসের দাম এভাবে দফায় দফায় বাড়ছে। গেল সপ্তাহে এলপি গ্যাস লাফস সিলিন্ডার প্রতি বিক্রি হতো ৮০০ টাকা। অথচ খুচরা বাজারে ব্যবহারকারীরা এখন ১ হাজার টাকায় কিনছেন।
গত ডিসেম্বরেও সিলিন্ডার প্রতি ৩০-৫০ টাকা দাম বেড়েছিল। ডিসেম্বরের শুরুতে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম ছিল ৭৫০ থেকে ৭৭০ টাকা। অসাধু ব্যাবসায়ীদের সিন্ডিকেটের কারনে দাম বেড়ে চললেও কতৃপক্ষ কোন ব্যাবস্থা নিচ্ছেন না বলেও অভিযোগ করেন বক্তারা। অবিলম্বে সকল নিত্য পণ্যের মূল্য হ্রাস করার কার্যকর পদক্ষেপ গ্রহনেরও দাবী জানান বক্তরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।