Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সানিয়া মির্জার আবেগঘন স্ট্যাটাস শোয়েব মালিকের জন্মদিনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ১:০৭ পিএম

পাকিস্তানি ক্রিকেট তারকা ক্রিকেটার শোয়েব মালিকের জন্মদিন ছিল ১ ফেব্রুয়ারি। দিনটি উপলক্ষে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা।

শুক্রবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডিতে শোয়েবের সঙ্গে একটি ছবি পোস্ট করে সানিয়া লিখেছেন, এই ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা, যার সঙ্গে আমি বাঁচতে পারি না, যাকে ছাড়া আমি বাঁচতেও পারি না।

‘সামনের বছর, মাস, দিনে সেরা সময়টা কাটাও। তুমি অনুশীলন থেকে ফিরে এলেও এটা বলতে পারতাম, কিন্তু যেরকম বলে না, আজ জন্মদিন আর শুভেচ্ছা না জানালে সেটা পূর্ণ নয়। ঠিক আছে। তোমাকে ভালোবাসি। বাই।’

২০১০ সালের ১২ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন সানিয়া ও শোয়েব। ২০১৮ সালে তাদের সন্তান ইজহান মির্জা-মালিক জন্মগ্রহণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ