Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমি পাকিস্তানি ক্রিকেটারদের মা নই: সানিয়া মির্জা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ জুন, ২০১৯, ৩:৫৩ পিএম | আপডেট : ৪:০৪ পিএম, ১৯ জুন, ২০১৯

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, রোমাঞ্চ আর নাটকীয়তা। তবে এবার পাকিস্তানি ক্রিকেটপ্রেমীদের সেই উত্তেজনায় ভাটা পড়েছে। কারণ ভারতের কাছে বিরাট ব্যবধানে পরাজয় শিকার করেছে দলটি। পাকিস্তানের এই পরাজয় কোনো ভাবেই মানতে পারছেন না পাক সমর্থকরা। অনেকেরই ধারণা এই পরাজয়ের পেছনে সরাসরি ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার হাত রয়েছে। কারণ ম্যাচের আগের দিন গভীর রাত পর্যন্ত স্বামী শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ ও ইমাদ ওয়াসিমরাদের নিয়ে সানিয়া মির্জা শিশা লাউঞ্জে আড্ডা দিয়েছেন। ইতোমধ্যে সেই আড্ডার কিছু ছবি এবং একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সানিয়া মির্জাকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এই তালিকায় নাম লিখিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিকও। এক টুইট বার্তায় সানিয়াকে এক হাত নিয়েছেন বীণা। তবে পালটা টুইটে অবশ্য বীণাকে কটাক্ষ করতে ছাড়েননি সানিয়াও। সমালোচনার কড়া জবাব দিতে গিয়ে সানিয়া মির্জা জানিয়েছেন, তিনি পাকিস্তানি ক্রিকেটারদের ডায়েটিশিয়ান বা মা নন। ফলে, শোয়েব মালিক-ওয়াহাব রিয়াজ-ইমাদ ওয়াসিমরা কোথায় যাবে, কী খাবে তা ঠিক করার দায়িত্ব তার নয়।

সানিয়ার কড়া সমালোচনার পাশাপাশি তার ‘মাতৃত্ববোধ’ নিয়েও প্রশ্ন তোলেন পাকিস্তানি অভিনেত্রী বীণা মালিক। টুইটে তিনি লিখেছেন, ‘আমি খুবই উদ্বিগ্ন তোমার সন্তান নিয়ে। তোমরা তাকে শিশা লাউঞ্জে নিয়ে গিয়েছিলে। জায়গাটা একেবারেই স্বাস্থ্যকর নয়। আমি যতটুকু জানি, জাঙ্ক ফুড খেলোয়াড়দের খাওয়া ঠিক নয়। একজন মা ও অ্যাথলেট হিসেবে তোমার জানা উচিত ছিলো।’

পাল্টা টুইটে সানিয়া লিখেছেন, ‘বীণা, ওই সিসা লাউঞ্জে আমি আমার সন্তানকে নিয়ে যাইনি। এটা নিয়ে তোমার বা অন্য কারোর না ভাবলেও চলবে। আমি মনে করি, তোমাদের অন্য সবার চেয়ে আমি আমার সন্তানের যত্ন ভালোভাবে নিতে পারবো। আর দ্বিতীয়ত আমি পাকিস্তান ক্রিকেট দলের ডায়েটিশিয়ান কিংবা মা নই, এমনকি প্রিন্সিপাল কিংবা শিক্ষিকাও নই।’

দুই তারকার এই যুদ্ধে আগমন ঘটেছে সানিয়া মির্জার স্বামী পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকেরও। এক টুইট বার্তায় শোয়েব মালিক জানান, এমন ঘটনায় পরিবারকে টেনে না আনাটা শ্রেয়!

শোয়েব মালিক বলেন, ‘২০ বছর আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়ে দেওয়ার পরও আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে হচ্ছে। যা মেনে নিতে পারছি না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ