Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেন বারবার আমাকে দেশপ্রেমের প্রমাণ দিতে হবে : সানিয়া মির্জা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ৭:০৫ পিএম

'কোনো আক্রমণের নিন্দা করার জন্য প্রকাশ্যে অথবা ছাদের উপরে উঠে চিৎকার করে কিংবা সোশ্যাল মিডিয়ায় বলার প্রয়োজন নেই আমার। অবশ্যই সন্ত্রাসবাদ অথবা যারা এটা ছড়ায়-আমি তাদের বিরোধী। কেন বার বার আমাকে দেশপ্রেমের প্রমাণ দিতে হবে, আমি সেলেব্রিটি বলে?'

এভাবেই কঠোর ভাষায় সমালোচকদের ওপর নিজের রাগ ঝাড়লেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের হামলায় ৪০জন সেনা সদস্য নিহত হওয়ার ঘটনায় উত্তাল হয়ে আছে ভারত। সবাই যখন নিহতদের জন্য শোক প্রকাশ করছিলেন, তখন সানিয়া মির্জা নিজের পোশাকের ছবি পোস্ট করেছিলেন। এই ছবি পোস্ট করেই তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন।

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী হিসেবে সানিয়ার গায়ে 'দেশদ্রোহী' তকমা লাগিয়ে দেওয়া হয়। ক্রমাগত ট্রলিং, আক্রমণের শিকার হতে হতে মেজাজ হারান টেনিস তারকা। ৪৮ ঘণ্টা পরে সানিয়া সোশ্যাল মিডিয়াতেই নিজের ক্ষোভ প্রকাশ করেন। দীর্ঘ লেখার প্রায় প্রতিটি শব্দ জানান দিয়ে যাচ্ছে তার প্রতিবাদ আর ক্ষোভের কথা। ক্যাপশনে লেখেন, 'আমরা ঐক্যবদ্ধ রয়েছি।'

সানিয়া আরও লিখেছেন, 'এই পোস্টটা তাদের উদ্দেশে, যাঁরা মনে করেন সেলিব্রিটি হিসেবে আমাদের উচিত যে কোনো আক্রমণের নিন্দা করা, আমাদের দেশপ্রেম প্রমাণ করার জন্য।'

ট্রলিং যারা করেন, তাদের ‘হতাশ ব্যক্তি' হিসেবে উল্লেখ করে সানিয়া আরও লেখেন, 'তোমাদের মধ্যে কিছু হতাশ ব্যক্তি রয়েছে, যাদের অন্য কোথাও রাগ দেখানোর নেই। এবং ঘৃণা ছড়ানোর কোনো সুযোগই ছাড়ে না তারা।'

নিজে কতটা 'দেশপ্রেমিক' তার প্রমাণ দিতে গিয়ে সানিয়া বলেন, 'আমি দেশের হয়ে খেলি, ঘাম ঝরাই। এভাবেই দেশের সেবা করে যাই। জওয়ান ও তাদের পরিবারের জন্য পূর্ণ মাত্রায় সমবেদনা রয়েছে আমার। যারা আমাদের দেশকে রক্ষা করেন তারাই প্রকৃত হিরো।'

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ