Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মা হতে চলেছেন সানিয়া মির্জা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৮, ১০:১৬ পিএম

সানিয়া মির্জা ও শোয়েব মালিকের ঘরে আসছে নতুন অতিথি। চলতি বছর অক্টোবরেই মা হতে যাচ্ছেন সানিয়া মির্জা। সানিয়া নিজেই জানিয়েছেন এ সুখবর। সানিয়ার বাবাও নিশ্চিত করেছেন সে খবর।
সানিয়ার বাবা ও কোচ ইমরান পিটিআইকে নিশ্চিত করেছেন তাঁর মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি। সানিয়ার টুইটার অ্যাকাউন্টেও পাওয়া গিয়েছে তার মা হতে যাওয়ার ইঙ্গিত। ছয়টি গ্র্যান্ড স্লাম জয়ী টুইট করেছেন, ‘বেবি মির্জা-মালিক’। ছবিতেও বোঝা যাচ্ছে সানিয়া অন্তঃসত্ত্বা । কিছুদিন আগে গোয়ায় টেনিস ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে সানিয়া একটা ইঙ্গিতও দিয়েছিলেন, ‘আমাদের বাচ্চার নামে মির্জা ও মালিক দুটিই থাকবে। শোয়েব চাচ্ছে মেয়ে হোক।’
২০১০ সালে ভারতের টেনিস সুন্দরী বিয়ে করেছিলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে। দুজনের ক্যারিয়ারেই অনেক উত্থান-পতন এসেছে। এখন তাঁদের পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। বর্তমানে হাঁটুর ইনজুরিতে পড়ে মাঠের বাইরে আছেন সানিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ