Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

‘মানুষকে নামাজি বানানোর ব্যাপারে সমাজের শাসকদের ভূমিকা রয়েছে’

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৭ এএম

উখিয়ার গয়ালমারা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের দুইদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে মুফাসসীরে কোরআন প্রিন্সিপ্যাল মাওলানা শফিউল হক জিহাদী বলেন, কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা পত্র।
এই ব্যবস্থা পত্র মত দেশ -সমাজ, পরিবার ও ব্যক্তি জীবন পরিচালিত হলে সমাজের কোথাও সন্ত্রাস, দুর্নীতি ও অশান্তি থাকবেনা।
একইভাবে সমাজের শাসকরা নামাজি হলে গোটা সমাজ নামাজি হতে বাধ্য। নামাজিরা অন্যান্য অপরাধ থেকে বেঁচে থাকতে পারে। নামাজি সমাজে অশান্তি থাকতে পারেনা।
তিনি বলেন সমাজের মানুষকে নামাজি বানানোর ব্যাপারে সমাজের শাসকদের দায়িত্ব রয়েছে।
মাহফিলে আরো আলোচনা করেন প্রভাষক মাওলানা আবুল ফজল, মাওলানা জাহাঙ্গীর আলম।

সমাজ সেবক আন্দুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম দিনের শেষ অধিবেশনে উপস্থিত ছিলেন,
রত্মাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী, সাংবাদিক শামসুল হক শারেক, সাবেক মেম্বার মাহমোদুল হক চৌধুরী, মাওলামা আব্দুল হাকিম খান, আব্দুর রহিম চৌধুরী, সমাজ সেবক সৈয়দ হোসাইন চৌধুরী, গয়ালমারা দাখিল মাদরাসার সুপার দিল
মোহাম্মদ, মাহফিলের আয়োজক কমিটির সভাপাতি শামসুল আলম ভুট্টো।

এখানে গত ১৫ বছর ধরে এই মাহফিল চলে আসছে। এই মাহফিল এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।
মাদক, সন্ত্রাস এবং চুরি-ডাকাতি থেকে এলাকার যুবকদের বিরত রাখার জন্য এই ধরনের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।

আজ ২য় দিন মাহফিলের সমাপনী দিবস। এতে তাফসীর পেশ করনেন দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও মুফাসসীরিন বৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহফিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ