Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, খালেদা জিয়া ও তারেক রহমানের কারামুক্তি দিবসে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বগুড়া অফিস : বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বগুড়া জেলা বিএনপি। গতকাল (সোমবার) দুপুরে দলীয় কার্যালয়ে জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় কর্মসূচি চূড়ান্ত করা হয়। গৃহীত কর্মসূচিতে রয়েছে- ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বেলুন ও কবুতর উড়ানো, কেককাটা ও আলোচনা সভা। ৩ সেপ্টেম্বর তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে ওই দিন বেলুন ও কবুতর উড়ানো , দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং ৫ সেপ্টেম্বর সকালে দলীয় কার্যালয়ে “অকুতোভয় দেশনায়ক তারেক রহমান’ গ্রন্থের প্রকাশনা উৎসব। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে ১৫ সেপ্টেম্বর সকালে দলীয় কার্যালয়ের সামনে কবুতর ও বেলুন উড়ানো এবং আলোচনা সভা। কর্মসূূিচ ঘোষণা করে সভাপতি ভিপি সাইফুল বলেন, বিএনপিকে ধ্বংস করতেই তৎকালীন এক এগারো সরকার খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে আটক রেখেছিল। কিন্তু দেশবাসীর ভালোবাসা ও দোয়ায় তাদের মুক্তি দিতে বাধ্য হয় সরকার। একইভাবে আজও এমন ষড়যন্ত্র করছে অবৈধ সরকার। কিন্তু তাতে লাভ নেই। বিএনপি আরো শক্তিশালী হয়েছে। জনগণের দল হিসেবে বিএনপি গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠা করে জনগণের অধিকার ফিরে দেবে। সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় সদস্য ও উপদেষ্টা মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, বিএনপি নেতা ফজলুল বারী বেলাল, খাজা ইফতেখার আহমেদ, আব্দুর রহমান, লাভলী রহমান, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, আবুল বাশার, সুজাউদ্দৌলা সন্জু, আব্দুল ওয়াদুদ, শাহ মেহেদী হাসান হিমু, এসএম রফিকুল ইসলাম, শামছুল হক রোমান, মাহবুব হাসান লেমন, মোশারফ হোসেন স্বপন, আব্দুল মান্নান, সাইমুম প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ