Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরমাণু চুক্তিতে স্বাক্ষর পুতিনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যেকার পরমাণু অস্ত্র স¤প্রসারণ চুক্তিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার তিনি এই স্বাক্ষর করেন। ‘নিউ স্টার্ট’ নামের এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৫ ফেব্রুয়ারি। এই চুক্তি অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কোনো অনুমোদনের প্রয়োজন পড়ে না। তবে রাশিয়ার আইনপ্রণেতাদের এই পদক্ষেপকে অনুমোদন দিতে হয়। রাশিয়ার সংসদের দুটি পরিষদই সর্বসম্মতিক্রমে ৫ বছরের জন্য চুক্তিটি সম্প্রসারণের পক্ষে রায় দিয়েছে। প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট বাইডেন গত বুধবার চুক্তিটির সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা করেন। ২০১০ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। এ চুক্তি মোতাবেক দেশ দুটি ১,৫৫০টির বেশি পরমাণু অস্ত্র ও ৭০০টির বেশি ক্ষেপণাস্ত্র বা বোমারু বিমান নিয়োজিত করতে পারবে না। আরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুতিন

২৪ ফেব্রুয়ারি, ২০২৩
২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ