মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনীর ঘাঁটিতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় আটজন সেনাসদস্য নিহত হয়েছেন। তালেবান হামলার দায় স্বীকার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
অস্থিতিশীল প্রদেশ নানগারাহতে শনিবার ভোর হওয়ার আগে এই হামলা চালানো হয়। এর আগে এই প্রদেশে সরকারি বাহিনীকে লক্ষ্য করে কয়েকটি হামলার দায় স্বীকার করেছিল তালেবান। ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে সহিংসতা কমানো ও আল কায়েদার সঙ্গে সম্পৃক্ততা ছিন্ন করাসহ যে একাধিক প্রতিশ্রুতি তালেবান দিয়েছিল, তা তারা মানছে না বলে পেন্টাগনের অভিযোগের দু’দিন পরেই এই হামলা চালালো তালেবান।
নানগারহ’র গভর্নরের কার্যালয় জানায়, ঘাঁটিতে একটি হামভি গাড়ি নিয়ে হামলা চালানো হয় যাতে আটজন নিহত হন। নানগারাহ’র প্রাদেশিক পরিষদের উপপ্রধান আজমল ওমর হামলার ঘটনা নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, নিহতের সংখ্যা ১৫ এবং আহত হয়েছেন আরও পাঁচজন।
তালেবান এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
গভর্নরের কার্যালয় জানায়, নানগারাহ’র রাজধানী জালালাবাদে বিস্ফোরক-ভর্তি আরেকটি গাড়ি আটক করা হয়েছে। সাম্প্রতিক সময়ে নানগারাহতে সশস্ত্র গোষ্ঠী আইএস একাধিকবার প্রাণঘাতী হামলা চালিয়েছে।
এদিকে, শনিবার কাবুলে রাস্তার পাশে আরেকটি বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
গত বছরের সেপ্টেম্বরে তালেবান ও আফগান সরকার শান্তি আলোচনা শুরু করলেও দেশটিতে সহিংসতা বেড়েই চলেছে। এখন পর্যন্ত এই আলোচনা কোনো সফলতা অর্জনে ব্যর্থ হয়েছে।
ওয়াশিংটনের সঙ্গে তালেবান গত বছর যে চুক্তি করেছিল তার শর্ত তারা মানছে না বলে সম্প্রতি অভিযোগ তুলেছে বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন। চুক্তির শর্ত ছিল, তালেবান মার্কিন সামরিক বাহিনীর ওপর হামলা বন্ধ করবে, সহিংসতা কমাবে ও আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ২০২১ সালের মধ্যে ধীরে ধীরে আফগানিস্তান থেকে তাদের বাহিনী পুরোপুরি প্রত্যাহার করে নেবে। কিন্তু গত বৃহস্পতিবার পেন্টাগন দাবি করে, ‘সহিংসতা কমানো ও আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্নের শর্ত তালেবান মেনে চলছে না।’ সূত্র : আল জাজিরা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।